বাল্য বিয়ে, যৌতুক, মাদক বিরোধী প্রচারণায় সাইকেলে চড়ে দেশ ভ্রমণ করছেন বগুড়ার আঃ রউফ

ক্রাইমবার্তা রিপোট:রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি ঃ সাইকেল যোগে দেশ ভ্রমণে বেরিয়েছেন নর্থ বেঙ্গল ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী আঃ রউফ। বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার মোড়ল গ্রামের মোকলেসার রহমানের ছেলে। দিনাজপুরের ঘোড়াঘাট থেকে বাই সাইকেল যোগে ১০ ফেব্রুয়ারী যাত্রা শুরু করেন। সারা দেশের ঐতিহাসিক পুকুর, গাছ, স্থান পরিদর্শন এবং এসবের নমুনা ও তথ্য সংগ্রহ করে রাখার জন্য। এসব তথ্য ও নমুনা যাদুঘরে সংরক্ষণ করে রাখা হবে।12 ভ্রমণের অভিঙ্গতা এবং সারা দেশের ঐতিহাসিক স্থান সহ সবকিছু লিপিবদ্ধ করে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে করে আগামী প্রজন্ম এসব বুঝতে পারে। মঙ্গলবার সকালে রাণীশংকৈল ডিগ্রী কলেজ অধ্যক্ষ আঃ রউফের হাতে ভ্রমণ সনদ তুলে দেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত ১৩৫টি ইউনিয়ন পরিদর্শন করা হয়েছে বলে জানা যায়। বাল্য বিয়ে, যৌতুক, মাদক বিরোধী প্রচারণা চালানো, তথ্য ও নমুনা সংগ্রহ করা ভ্রমণের মুল উদ্যেশ্য। কথা হয় আঃ রউফের সাথে তিনি জানান,  বাংলাদেশের ঐতিহাসিক স্থাণ, পুকুর, গাছের তথ্য ও নমুনা সংগ্রহ করে যাদুঘরে সংরক্ষণ করা হবে। মানুয়ের মাঝে সচেতনতা বৃদ্ধি করার জন্য বাল্য বিয়ে, যৌতুক, মাদক বিরোধী প্রচারণা করি, লিফলেট, ফেস্টুন, ব্যানার টাঙানো হয় । সমগ্র দেশ ভ্রমণ করতে ১১৭৮ দিন সময় লাগবে বলে তিনি জানান। রাত হলে ইউনিয়ন পরিষদ কিংবা ডাক বাংলোতে ঘুমায়। ভ্রমণ করতে এসে সকলের উৎসাহ পেয়ে খুব ভাল লাগছে। সকলের দোয়া চেয়েছেন তিনি।

Check Also

সাতক্ষীরার শীর্ষ সন্ত্রাসী দোলন ও তার তিন সহযোগী অস্ত্র ও গুলিসহ আটক

সাতক্ষীরা  প্রতিনিধিসাতক্ষীরায়  সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী আশরাফুল ইসলাম দোলন ও তার তিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।