বিএনপি-জামায়াতের হাতে মানুষ পোড়ানোর গন্ধ : প্রধানমন্ত্রী

PM-Newঢাকা, ১৮ মে : মানুষের রক্তে যাদের হাত সব সময়ই রঞ্জিত হয়, তারাতো আরেক রক্ত রঞ্জিত হাতের সাথেই হাত মেলাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াতের হাতে মানুষ পোড়ানোর গন্ধ, আন্দোলনের নামে শত শত মানুষের রক্ত জড়িয়েছে, লাশ ফেলেছে তারা। ফিলিস্তিনি জনগণের রক্তে যাদের হাত রাঙানো, সেই ইসরায়েলের সাথে এখন তারা  হাত মেলাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি ব্যবহার করলেও বিএনপি রাজনীতির স্বার্থে মোসাদের সাথে হাত মিলিয়েছে। ফিলিস্তিনের জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিএনপি-জামায়াত ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে হাত মিলিয়েছে বাংলাদেশের সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। আইনের হাত থেকে দোষী কাউকেই ছাড় দেয়া হবে না- এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র করে, মানুষ হত্যা করে যে ক্ষমতায় যাওয়া যায় না এটি বুঝতে হবে খালেদা জিয়াকে। সরকার উৎখাতের হুংকারতো অনেক দিয়েছেন তিনি, কী লাভ হলো। লাভের লাভ এখন লেজ গুটিয়ে ঘরে উঠে বসেছেন, আদালতে আদালতে হাজিরা দিচ্ছেন। লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনের হোটেল তাজে এক তিনি এসব কথা বলেন। তার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
যুদ্ধাপরাধীদের ফাঁসির বিষয়ে শেখ হাসিনা বলেন, যারা বাংলাদেশের লাখো শহীদের রক্তে রঞ্জিত পতাকা রাজাকার-আলবদরের হাতে তুলে দিয়েছিল, তাদেরও বিচারের আওতায় আনা হবে। বিএনপি-জামাতকে একাত্তরের পরাজিত শক্তির পদলেহনকারী আখ্যায়িত করে তিনি বলেন, এদের বিরুদ্ধে জাতির যত ঘৃণা। পাকি প্রেম নিয়ে আর যাই হোক মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজনীতি করা যাবেনা।
সভায় বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিশ্বব্যপী যখন মন্দা চলছে, বাংলাদেশে তখন জিডিপি ৭ দশমিক ৫ শতাংশ। কেউ কোনওদিন চিন্তা করতে পারেনি বাংলাদেশে ৩ লাখ কোটি টাকার বাজেট করা সম্ভব হবে। যার মধ্যে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা শুধু উন্নয়ন বাজেট।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার স্বপ্ন। বাংলাদেশে একজন লোকও গৃহহারা থাকবেন না। বর্তমানে ২ লাখ ৮০ হাজার ছিন্নমূল জনগোষ্ঠীকে অন্তত একটি করে টিনের ঘর তৈরি করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।  দুদিনের ব্যক্তিগত সফর শেষে বুধবার স্থানীয় সময় ভোর ৫টায় বুলগেরিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রীর রওয়ানা হওয়ার কথা রয়েছে। বুলগেরিয়ায় গ্লোবাল ওমেন লিডার্স ফোরামে যোগ দিয়ে আগামী ২১ প্রধানমন্ত্রীর বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

এবিএন/বুধ/জাতীয়/ডেস্ক/এমআর

Check Also

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে ১১ পদে ৩৫ জনের মনোনয়নপত্র দাখিল

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছে প্রার্থীরা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।