বিছনাকান্দিতে পাথর তুলতে গিয়ে মাটিচাপায় নিহত ৩

ক্রাইমবার্তা রিপোট:সিলেটের বিছনাকান্দিতে পাথর তোলার সময় মাটিচাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে গর্ত করে পাথর তোলার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় রোস্তমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুস সামাদ নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছেন। তাঁরা হলেন বাকির আলী (২০) ও তোলা মিয়া (২৫)।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান ‘তিনজন নিহতের সংবাদ জানতে পারলেও পাথর ব্যবসায়ীরা পুলিশকে না জানিয়ে লাশগুলো সুনামগঞ্জে তাঁদের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। এখন লাশ উদ্ধারের চেষ্টা চলছে।’

গত ২৩ জানুয়ারি সিলেটের কোম্পানীগঞ্জে একটি টিলা খুঁড়ে অবৈধভাবে পাথর তোলার সময় মাটিচাপায় ছয়জন শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছিলেন।

Check Also

এখন থেকে বিদ্যুৎ ও গ্যাসের দাম সরকার নির্ধারণ করবে না

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকার নয়, এখন থেকে গণশুনানির মাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।