বিদায়ী ম্যাচটি লাহোরে খেলতে চান আফ্রিদি

ক্রীড়া ডেস্ক : দীর্ঘ ক্যারিয়ারের পর ঘরের মাঠের দর্শকদের সামনে বিদায়ী ম্যাচটি খেলার স্বপ্ন থাকে অনেক ক্রিকেটারের। আফ্রিদিও এমন স্বপ্ন দেখছেন। কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন পাকিস্তানি এ অলরাউন্ডার।

পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচটি লাহোরে খেলেই সুন্দর একটি বিদায়ের প্রত্যাশায় রয়েছেন আফ্রিদি। মঙ্গলবার এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘পিএসএলের ফাইনাল লাহোরে হওয়ার সিদ্ধান্তটি অসাধারণ এবং আমি সত্যিই ওটার দিকে তাকিয়ে আছি।’

এর আগে পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার ইমরান খান পাকিস্তানে ফাইনাল আয়োজনকে পাগলামী বললেও তার সঙ্গে সুর মেলাতে চান না আফ্রিদি। ফাইনাল ম্যাচটি সফলভাবে আয়োজনের জন্য সকলের সহযোগিতা চাইছেন তিনি।

পাকিস্তান সুপার লিগে ৮ ম্যাচ শেষ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আফ্রিদির দল পেশোয়ার জালমি। এর আগে কোয়েটা গ্ল্যাডিয়র্টের বিপক্ষে প্লে-অফে জিতে ফাইনালে পা রাখার কথা বলেছিলেন তিনি।

এছাড়া ফাইনাল জিতলে পেশোয়ারে গিয়ে জয় উদযাপন নিয়ে দলটির মালিক জাভেদ আফ্রিদি জানান, ‘ফাইনালে জিততে পারলে পেশোয়ার জালমি পেশোয়ারে যাবে এবং আর্মি পাবলিক স্কুলের বাচ্ছাদের সঙ্গে জয় উদযাপন করবে।’

এক সপ্তাহের যাচাই-বাছাইয়ের পর সোমবার পাঞ্জাবের সরকার জানিয়েছে পিএসএলের ফাইনাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।

Check Also

রাষ্ট্রপতি পদত্যাগ না করলে বঙ্গভবন ঘেরাওয়ের ঘোষণা

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।