বিপ্লব সংবিধান মেনে হয় না : ড. শফিকুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, পৃথিবীর কোনো বিপ্লব সংবিধান মেনে হয়নি, হয় না। বাংলাদেশেও জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত বিপ্লব সংবিধান মেনে হয়নি। বিদ্যমান সংবিধানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন না হলেই জনগণ বিপ্লবের মাধ্যমে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। বিপ্লবের মাধ্যমে কোনো সরকার পদত্যাগ করে না বরং ক্ষমতাচ্যুত হয়। পদত্যাগ সংবিধান মেনে হয় কিন্তু ক্ষমতাচ্যুত সংবিধান মেনে হয় না, বিপ্লবের মাধ্যমে হয়।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডি জোন জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য ও ধানমন্ডি জোন পরিচালক ইঞ্জিনিয়ার শেখ আল আমিনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য ও ধানমন্ডি জোন সহকারী পরিচালক মো. আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবির কর্মশালায় এসব কথা বলেন তিনি।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, শেখ হাসিনার তৈরি নিষিদ্ধ সংগঠন আইনে রাষ্ট্রপতির আদেশে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করার খবর প্রচার হলে দেশের জনগণ আনন্দ মিছিল এবং আল্লাহর শুকরিয়া আদায় করে। দেরিতে হলেও রাষ্ট্রপতি দেশের জনগণের মনের ভাষা বুঝতে পেরেই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করার আদেশ প্রদান করেন। কিন্তু শেখ হাসিনা তার শরিক ১৪ দলের মতামতের ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে। সেই প্রজ্ঞাপন জনগণ ডাস্টবিনে ছুড়ে ফেলেছে। বরং জনগণ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশছাড়া করেছে। ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ দিশেহারা হয়ে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রশাসনে আওয়ামী লীগের দোসরদের ষড়যন্ত্র রুখে দিতে সরকারকে সতর্ক ও কঠোর হতে হবে। পাশাপাশি জনগণকে সচেতন থাকতে হবে।

ড. মাসুদ উপস্থিত অগ্রসর কর্মীদের উদ্দেশে বলেন, জামায়াতে ইসলামী করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে নামাজ, রোজা, জাকাত, হজ্জ পালনের মতোই দ্বীন কায়েমের আন্দোলনে অংশগ্রহণ করা আল্লাহর ফরজ বিধান। এই ফরজ বিধান অমান্য করার কোনো সুযোগ নেই। জামায়াতে ইসলামী দ্বীন কায়েমের আন্দোলন করছে। মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা দিয়েছেন, মুমিনদের মধ্যে শপথ বদ্ধের জন্য জান্নাত রয়েছে। তাই শুধু মুমিন হলে হবে না, শপথ বদ্ধ হতে হবে। তিনি বাংলার জমিনে আল্লাহ দ্বীন কায়েমের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় জনসাধারণকে ঐক্যবদ্ধ করতে উপস্থিত কর্মীদের প্রতি আহ্বান জানান।

দুপুরে রাজধানীর মালিবাগে এক কনভেনশন সেন্টারে ঢাকাস্থ গোবিন্দগঞ্জ উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা (আওয়ামী লীগ) চেয়েছে বাংলাদেশ থেকে জামায়াতে ইসলামীকে নিঃশেষ করে দিয়ে ইসলামী আন্দোলন নস্যাৎ করে দিতে। আজ তারাই বাংলাদেশ থেকে বিতাড়িত আর নিষিদ্ধ হয়েছে। জামায়াতে ইসলামীকে শেষ করা যায়নি যাবে না। কারণ জামায়াতে ইসলামী যেই আদর্শ প্রতিষ্ঠায় কাজ করে সেই আদর্শ মহান রবের মনোনীত। ইসলামী দলগুলোর মধ্যে ইসলামবিদ্বেষীরা বিরোধী সৃষ্টির বহু অপচেষ্টা করেছে। এখনো কেউ কেউ বিরোধ সৃষ্টির চেষ্টা করছে। তবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যের কোনো বিকল্প নেই। তাই অতি শীঘ্রই ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হবে বলে তিনি মন্তব্য করেন।

ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপপরিচালক ডা. প্রধান মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার।

Check Also

ঢাবিতে ফ্যাসিবাদীদের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সন্ত্রাসী মিছিলের প্রতিবাদ

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে মুখোশ পরে ছাত্রলীগের নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে করা মিছিলের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।