মনোনয়ন সংগ্রহ করলেন সুরঞ্জিতের স্ত্রী

ক্রাইমবার্তা রিপোট:আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তর মৃত্যুতে শূন্য আসনের উপ-নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁর স্ত্রী জয়া সেনগুপ্ত।সুরঞ্জিত সেনগুপ্ত (ফাইল ফটো)

আজ বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে সৌমেন সেনগুপ্ত মায়ের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বিষয়টি নিশ্চিত করে জানান, জয়া সেনগুপ্তসহ এ পর্যন্ত মোট চারজন উপ-নির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গত ৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে আসনটি শূন্য হয়। আগামী ৩০ মার্চ সেখানে উপনির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে। শিডিউল অনুযায়ি মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ মার্চ পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ৫ ও ৬ মার্চ। ১৩ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

Check Also

এখন থেকে বিদ্যুৎ ও গ্যাসের দাম সরকার নির্ধারণ করবে না

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকার নয়, এখন থেকে গণশুনানির মাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।