রাজশাহীতে ট্রাক উল্টে ২ আম ব্যবসায়ী নিহত

ক্রাইমর্বাতা রিপোর্ট   রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আমভর্তি ট্রাক উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় চালকসহ আরও দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আম ব্যবসায়ীরা হলেন- যশোর জেলার ঝিকড়াগাছা উপজেলার বউখালী গ্রামের ফকির আহম্মদের ছেলে নুরুজ্জামান (৫০) ও একই উপজেলার পদ্মপুকুর গ্রামের আজিজুর খানের ছেলে আইয়ুব খান (৫২)।

গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আম বহনকারী মিনিট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল। ভোরে ওই এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকের খাদে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ীর মৃত্যু হয়। এসময় আহত হন চালকসহ দুজন।

তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Check Also

অনার্স মাস্টার্স শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা প্রতিনিধি :বৈষম্য অবসান কল্পে অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্তির দাবির কর্মসূচিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।