রাষ্ট্রপতি সংলাপের উদ্যোগে ড. কামাল বললেন আলহামদুলিল্লাহ

ক্রাইমবার্তা রিপোট:গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশে এগুলো কী হচ্ছে। গতকাল কয়েকজন নিখোঁজ, আজও দেখছি নেই দু’জন। নাগরিকদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব তো রাষ্ট্রেরও। জনগণ চায় রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা দিক।

তিনি বলেন, দেশের ভয়াবহ অগ্নিকান্ডের চেয়ে জগণ্যতম ঘটনা ঘটে চলেছে। এখন জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা গেছে। দেশে কোনো নাগরিক গুম হয়ে যাক এটা কেউ মেনে নিতে পারে না।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির রাউন্ড টেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন এসব কথা বলেন।

‘কড়াইল বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা’-র উপর গণফোরামের উদ্যোগে সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন আরো বলেন, বস্তিতে অগ্নিকাণ্ডে ঘটনার সুষ্টু তদন্ত চাই। সে তদন্ত রিপের্টও প্রকাশ হতে হবে। এর পাশাপাশি জোর করে কোনো বস্তি থেকে কাউকে সরিয়ে দেয়াও ঠিক হবে না। এটা চাই না।
অপর এক প্রশ্নের উত্তরে ড. কামাল হোসেন বলেন, রাষ্ট্রপতি সংলাপের উদ্যোগ নেবেন শুনে খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে সবার সাথে সংলাপ করতে হবে।

Check Also

এখন থেকে বিদ্যুৎ ও গ্যাসের দাম সরকার নির্ধারণ করবে না

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকার নয়, এখন থেকে গণশুনানির মাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।