শাহজালালে ‘বিশেষ কৌশলে’ আনা সোনা উদ্ধার

ক্রাইমবার্তা রিপোট: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। ওই যাত্রী গুহ্যদ্বারে বিশেষ কৌশলে এসব সোনা নিয়ে এসেছিলেন।

আজ সোমবার সকালে রাসেল খান (৩২) নামের ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে, এসব সোনার বারের ওজন প্রায় দেড় কেজি। আনুমানিক দাম ৬৫ লাখ টাকা। রাজধানীর শাহজালাল বিমানবন্দরে উদ্ধার করা সোনা। ছবি: শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সৌজন্যে

অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, রাসেল খান বিজি ০৪৮ ফ্লাইটে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসেন। ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার পথে ডোমেস্টিক যাত্রী হিসেবে তিনি ওঠেন।

এই যাত্রীই বিশেষ কৌশলে সোনা নিয়ে আসেন। ছবি: শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সৌজন্যেজিজ্ঞাসাবাদে রাসেল জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী উড়োজাহাজে ওঠার পর ১১বি নম্বর সিট থেকে তিনি সোনার বার সংগ্রহ করেন। এরপর বিশেষ কৌশলে মলদ্বারে ঢোকান। দুবাইয়ের এক যাত্রী এই সোনা ওই সিটে রেখেছিলেন।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাসেলকে বিমানবন্দর কাস্টমস হলে আনা হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তিনি সোনা থাকার কথা স্বীকার করেন। পরে বিমানবন্দরের শৌচাগারে গিয়ে বিশেষ কৌশলে রাসেলের কাছ থেকে সোনার বার বের করা হয়। বারগুলো দুটো করে ছয়টি পুঁটুলিতে যাত্রীর গুহ্যদ্বারে লুকানো ছিল।

Check Also

শ্যামনগরে বাহিনী প্রধান যুবলীগ নেতা সাইফুল্লাহ গ্রেপ্তার

শ্যামনগর  প্রতিনিধিঃসাতক্ষীরার শ্যামনগরের দুর্ধর্ষ্য সন্ত্রাসী ও সীমান্ত এলাকার আতংক সাঈফুল্লাহ-কাশেম বাহিনী প্রধান সরদার সাইফুল্লাহ আল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।