সাংবাদিক হেদায়েৎ হোসেনকে আইসিটি এ্যাক্টে মামলা গ্রেপ্তার ও রিমান্ড নেয়ার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা

সাতক্ষীরা প্রেসক্লাব গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছে যে, নির্বাচন সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করায় অন লাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন এর খুলনা প্রতিনিধি হেদায়েৎ হোসেন মোল্যার বিরুদ্ধে খুলনা বটিয়াঘাটা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা, গ্রেপ্তার এবং ৩দিনের রিমান্ড নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সাতক্ষীরা প্রেসক্লাব এই মামলায় হেদায়েৎ হোসেনকে গ্রেপ্তার ও রিমান্ড নেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারন সম্পাদক আবদুল বারী, প্রেসক্লাব নির্বাহী কমিটির সহ-সভাপতি আবদুল ওয়াজেদ কচি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, অর্থ-সম্পাদক মোশাররফ হোসেন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আমিনা বিলকিস ময়না, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য আব্দুস সামাদ, ইব্রাহিম খলিল, কৃষ্ণ মোহন ব্যানার্জী, আমিনুর রশীদ, অসীম বরণ চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি

Check Also

মসজিদের জমি দখল করে বিএনপির ক্লাব নির্মাণ

শরীয়তপুরের নড়িয়াতে একটি মসজিদের জমি দখলে নিয়ে বিএনপির ক্লাব করার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।