সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় পুলিশ লাইন্স ড্রিলসেডে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএমএর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো: আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো: সাজ্জাদ হোসেন প্রমূখ। এছাড়া পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ গন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান সমাপনী বক্তব্যে বলেন, জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তৎপর হতে হবে। মাদক ও সন্ত্রাস দমনে আরোও কঠোর হতে হবে। সকল মামলা দ্রুত নিষ্পত্তির চেষ্টা করতে হবে। শহরের যানজট নিরোসনে ট্রাফিক পুলিশকে আরও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সাতক্ষীরা গড়ে তুলতে হবে। সভায় পুলিশ সুপার জুন-২০২৩ সালে কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ অফিসারদের ভাল কাজের স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদান করেন। স্বীকৃতি স্বরুপ সম্মাননা পেলেন যারা- বিশেষ সম্মাননা চৌকস অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজীব খান, শ্রেষ্ঠ চৌকস অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, শ্রেষ্ঠ চৌকস অফিসার ইনচার্জ কলারোয়া থানা মো: মোস্তাফিজুর রহমান, শ্রেষ্ঠ সেবা প্রদানকারী কর্মকর্তা (বিশেষ সম্মাননা) ডিআইওয়ান মো: ইয়াছিন আলম চৌধুরী, শ্রেষ্ঠ চৌকস অফিসার (ডিবির) ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ। ইহা ছাড়া আরোও বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

Check Also

তালায় স্কুলছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি

সেলিম হায়দার  ।। সাতক্ষীরার তালায় অপ্রাপ্ত বয়স্ক এক স্কুলছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার (১৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।