সিংড়ায় ৬ কৃষক পরিবার নিরাপত্তাহীনতায় হত্যা মামলার আসামীরা জামিনে ছাড়া পেয়ে বাদীকে প্রাণনাশের হুমকি

নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় হত্যা মামলার আসামীরা জামিনে ছাড়া পেয়ে মামলার বাদী ও তার পরিবারের সদস্যদের মারপিট করিয়া লাশ গুমের হুমকিতে ১৪ জনের বিরুদ্ধে সিংড়া থানায় জি ডি করা হয়েছে। সম্প্রতি ওই হত্যা মামলার বাদী কৃষক আলতাফ প্রামাণিক ও তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সিংড়া থানায় দু’টি পৃথক জি ডি করে। লিখিত জিডি ও মামলা সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গত ৭ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে উপজেলার ভূলবাড়িয়া গ্রামের আলতাব প্রামাণিকসহ ৬ কৃষক পরিবারে অগ্নি সংযোগ করে প্রতিপক্ষরা। এতে শেফালী বেগম (৩০) নামের এক গৃহবধূ অগ্নি দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। পরে এই ঘটনায় প্রতিপক্ষ বখতিয়ার সহ ১২ জনের বিরুদ্ধে নাটোর আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়। বর্তমানে আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে প্রতিনিয়তই মামলা তুলে নিতে বাদীসহ ওই ৬ কৃষক পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে দিন মজুর ওই ৬ কৃষক পরিবার হাটে-বাজারে চলাচলে ভয়ের সম্মুখীন হচ্ছে। এবিষয়ে মামলা ও জি ডি’র বাদী কৃষক আলতাফ হোসেন এই প্রতিবেদককে মুঠোফোনে বলেন, আসামীরা জামিনে ছাড়া পাওয়ার পর বখতিয়ার ও মামুনের নেতৃত্বে প্রতিনিয়তই তাদেরকে মারপিট করে লাশ গুমের হুমকি দিচ্ছে। এমনকি ১৩ ডিসেম্বর বুধবার সকালে আসামী বখতিয়ার প্রকাশ্যে একটি হাসুয়া দেখিয়ে জবাই করার হুমকি দিয়েছে। ভাই সহ তার অপর ৫ভাইয়ের পরিবার এখন এলাকায় কিছুটা ঘরে বন্দি অবস্থায় জীবন যাপন করছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিংড়া থানার উপ-পরিদর্শক আনহার বলেন, ওই হত্যা মামলার কিছু আসামী জামিনে রয়েছে। আর দূর্গম এলাকা হওয়ায় বাকি আসামীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেও গ্রেফতার করা সম্ভব হয়নি। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জি ডি দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, বাকী আসামীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। আর জি ডি’র বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

১৩ ডিসেম্বর,২০১৭ বুধবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।