ইসরাইলি টিভি হ্যাক করে আজান প্রচার

ইসরাইলি টিভি হ্যাক করে আজান প্রচার
টেলিভিশন চ্যানেলের সিস্টেম হ্যাক করে আজান সম্প্রচারের খবরের সত্যতা স্বীকার করেছে ইসরাইলের টিভি ‘চ্যানেল-টেন’। চ্যানেলটি জানায়, অজ্ঞাত হ্যাকাররা তাদের সিস্টেম হ্যাক করে আজান সম্প্রচার করেছে।

মঙ্গলবার রাতে ইসরাইলের ‘চ্যানেল-টু’ ও ‘চ্যানেল-টেনে’র সম্প্রচার সিস্টেম হ্যাক করা হয়। পরে আল-খলিলসহ মুসলিম অধ্যুষিত এলাকায় ওই দুই চ্যানেল থেকে আজান শোনা যায়।

ইসরাইল আইন পাসের মাধ্যমে মাইকে আজান দেয়া নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়ার প্রতিক্রিয়ায় হ্যাকাররা এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। ‘শব্দ দূষণ’ বন্ধ করার লক্ষ্যে এ আইন করা হয়েছে। সংসদে এ সংক্রান্ত বিলটি পাস হলে ইসরাইল ও পূর্ব বায়তুল মোকাদ্দাসের মসজিদগুলোতে মাইকে আজান দেয়া নিষিদ্ধ হয়ে যাবে।

Please follow and like us:

Check Also

ঢাকায় প্রথম মহিলাদের ঈদের জামাত

বাংলায় মুসলমান সমাজে নারীদের প্রতিকূলতার ইতিহাস অনস্বীকার্য। নারীদের শিক্ষা, চিকিৎসা, বিবাহ ও অন্যান্য ব্যাপারে ইসলামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।