কলারোয়ায় জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা

ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার,  সাতক্ষীরা কলারোয়ায় নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামকে পৃথক দুটি স্থানে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার প্রথমে বঙ্গবন্ধু মহিলা কলেজ ও বিকেলে বোয়ালিয়া মমতাজ আহমেদ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’র পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, কলারোয়ার মাটি ও মানুষকে তিনি ভীষণ ভালোবাসেন। 33এখানকার মানুষের জন্য কিছু করতে পারাটা অনেক ভালো লাগার। তিনি বরেণ্য জননেতা প্রাক্তন এমসিএ মমতাজ আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উন্নয়নে তিনি সবসময় পাশে থাকবেন। এটির উন্নয়নের মধ্য দিয়ে গুণী এই মানুষটির প্রতি সম্মাননা প্রদর্শন করা যায়। তিনি কলারোয়ার সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই অনুষ্ঠানে জেলা পরিষদের ১ ও ২ নং এলাকা সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন ও মতিয়ার রহমান এবং সংরক্ষিত মহিলা সদস্য রোকেয়া মোসলেমকে সংবর্ধনা দেওয়া হয়। উভয় স্থানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যাপক আবু আহমেদ, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না ও লেখক-কলামিস্ট প্রফেসর আবু নসর। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রেষ্ঠ শিক্ষানুরাগী অধ্যাপক এম এ ফারুক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহাবুবুর রহমান, জেলা বাকসিস’র সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোবাশ্বেরুল হুদা জ্যোতি, অধ্যাপক আবু বক্কার সিদ্দিক, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, অধ্যাপক অসীম কুমার, জহুরুল ইসলাম শাহিন, মশিয়ার রহমান প্রমুখ।

Please follow and like us:

Check Also

আশাশুনির বদরতলা-ব্যাংদহা সড়কে পল্লী বিদ্যুতের পরিত্যাক্ত খুটির রড: l দুর্ঘটনার শঙ্কা

এস,এম মোস্তাফিজুর রহমান( আশাশুনি) সাতক্ষীরা।। আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা টু ব্যাংদহা সড়কে পল্লী বিদ্যুতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।