ভাষাশহীদদের প্রতি ক্রিকেটারদের বিনম্র শ্রদ্ধা

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:আজ মহান একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের আজকের এই দিনে মাতৃভাষার মর্যাদা ও অধিকার আদায়ে শহীদ হয়েছেন সালাম, শফিক, বরকত, জব্বার, রফিকসহ আরও অনেকে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেন তারা। সেসব ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এক্ষেত্রে তারা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ফেসবুকে লিখেছেন, ‘ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।’14

বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম লিখেছেন, ‘একুশ আমার মুক্ত স্বাধীন, একুশ আমার স্বাধিকার, একুশ আমায় দিয়েছে কথা বলার অধিকার। ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।’

পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘একুশে ফেব্রুয়ারি” আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” সকল ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’

‘কাটার বয়’ খ্যাত মুস্তাফিজুর রহমান লিখেছেন, ‘২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদ ও সৈনিকদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।’

ওপেনার সৌম্য সরকার লিখেছেন, ‘ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।’

হার্ডহিটার সাব্বির রহমান লিখেছেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদ ও সৈনিকদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।’

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশগুলোতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।

Please follow and like us:

Check Also

সাফজয়ী ফুটবলার রাজিয়া সুলতানার বাড়িতে চলছে কান্না

সাতক্ষীরা সংবাদদাতাঃ গত শুক্রবার দুপুর ১২টার দিকে রাজিয়াদের জরাজীর্ণ বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িজুড়ে যেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।