অর্থনৈতিক মুক্তি ছাড়া নারীদের উন্নয়ন সম্ভব নয়। নারী দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক, আবুল কাশেম মোঃ মহিউদ্দিন

ক্রাইমবার্তা রিপোট:নাজমুল আলম মুন্না, সাতক্ষীরা। নারী-পুুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে কর্মে নতুন মাত্রা এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্তর হতে ৫ শতাধিক উন্নয়ন কর্মীদের অংশগ্রহনে এক বর্নাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন পিপিএম। শোভাযাত্রাটি সাতক্ষীরা শহরের প্রধান সড়ক অতিক্রম করে রাজ্জাক পার্কস্থ জেলা শিল্পকলা একাডেমীতে এসে এক আলোচনা সভা  পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মিলিত হয়। 8
স্বদেশ সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জির সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। তিনি ৮ মার্চের নারী দিবসের সাথে একাত্বতা প্রকাশ করে বলেন ১৮৫৭ সালে জার্মান নেত্রী ক্লারা জেটকিন মার্কিন নারী শ্রমীকদের সংগ্রামের প্রতি সংহতি রেখে ৮ মার্চকে নারী দিবস হিসাবে ঘোষনা করেন। তখন থেকেই মুলত এই দিবসের সুত্রপাত ঘটে। পরবর্তীতে ১৯১৪ সাল থেকে এ দিবস বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। ৮০ দশকে জাতিসংঘ কর্র্তৃক স্বীকৃতি লাভ করে ৮ মার্চ। আমাদের দেশে এই দিবসটি ১৯৭৩ সালে বাংলাদেশে মহিলা পরিষদ উপযাপন করে। আজ ১০৬তম নারী দিবসে  বলছি বর্তমানে নারীদের জোরালা ভূমিকার জন্য আগের তুলনায় অনেক সামনে এগিয়েছে। তবুও আরও এগোতে হবে প্রতিবাদি কষ্ঠে। এজন্য নারীদেরই অগ্রসর হতে হবে। তিনি আরও বলেন গ্রামে গঞ্জের বেশির ভাগ নারীরাই অবহেলিত ও নির্যাতিত কারন তারা মুখ খুলতে চায়না তালাকের ভয়ে, নারীদের সাহসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে কথা বলতে হবে, স্থান করে নিতে হবে সমস্থ ক্ষেত্রে। নারীদের অর্থনৈতিক মুক্তি ছাড়া মুক্তি মিলবেনা কোনদিন। এজন্য অর্থনৈতিক মূলক কাজেতর্মে বেশি নিজেদের বেশি বেশি সম্পৃক্ত হবে । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন পিপিএম, সাতক্ষীরা সনাকের সভাপতি ড. দিলারা বেগম, আমরাই পারি সাতক্ষীরা জেলা কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোঃ আব্দুল হামিদ, সাতক্ষীরা পৌরসভার প্যানেল চেয়ারম্যান ফারহা দিবা খান সাথী, পৌর কাউন্সিলর অনিমা রানী মন্ডল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারন সম্পাদক জ্যোৎ¯œা দত্ত, এডিপি ওয়ার্ল্ড ভিশনের জেন্ডার প্রজেক্ট ম্যানেজার সুরভী বিশ্বাস, চুপড়িয়া মহিলা সংস্থার সভানেত্রী মরিয়ম মান্নান, জিডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, শুভেচ্ছা বিসিও সভানেত্রী লিলি জেসমিন, বরসা”র সহকারী পরিচালক মোঃ নাজমুল আলম মুন্না, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোঃ রেজাউল ইসলাম খান, সিডোর প্রধান নির্বাহী শ্যামল বিশ্বাস, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন। সমস্থ অনুষ্ঠানে অংশগ্রহন করেন সাতক্ষীরা পৌরসভা, স্বদেশ, টিআইবি, বরসা, ওয়ার্ল্ড ভিশন, ব্রেংি দ্য সাইলেন্স, সুশীলন, সুর্যমূখী, এইচআরডিএফ, রমনী মহিলা সংস্থা, শুভেচ্ছা মহিলা সমিতি, জিডিএফ, আমরাই পারি জোট, সুপ্র, ক্রিসেন্ট, লাইট হাউজ, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, হেডসহ বিভিন্ন উন্নয়ন সংগঠনের ৫ শতাধিক মানবাধিকার ব্যাক্তি।

Please follow and like us:

Check Also

আশাশুনিতে ইসতেসকার নামাজ আদায়

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে আল্লাহর রহমতের বৃষ্টি প্রার্থনার নামাজ ইসতেসকার নামাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।