উৎসবে মেতেছেন তারকারাও

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:ঐতিহাসিক জয় দিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসের শততম টেস্ট স্মরণীয় করে রাখলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রোববার টেস্টের পঞ্চম দিনে শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই মাটিতে ৪ উইকেটে হারিয়ে অনন্য এই গৌরব অর্জন করেছে টাইগাররা। মাঠের ১১ টাইগারের এই বিজয়ে উৎসবে মেতে আছে পুরো দেশ। সেই দলে আছেন শোবিজ অঙ্গনের তারকারাও।15

কায়েস আরজু
টিভির সামনে বসে প্রতিটা বল দেখেছি। ক্ষণে ক্ষণে টেনশনও কাজ করেছে। কারণ বাংলাদেশ দল যখন খেলে, তখন মনে হয় নিজেই মাঠে আছি। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক এই জয়ে দেশবাসীর মতো আমিও খুশি। অনেক ভালবাসি বাংলাদেশ ক্রিকেট দলকে।

নিরব
আজ আমার কোনো শুটিং ছিল না। তাই বাসায় বসেই খেলা দেখেছি। ঐতিহাসিক টেস্টটাকে স্মরণীয় করে রাখার জন্য পুরো দেশবাসীর পক্ষ থেকে টাইগারদের জানাই অভিনন্দন। সেই সঙ্গে একজন বাংলাদেশি হিসেবে টাইগারদের এমন অর্জনে আমি খুব গর্ববোধ করছি।

মারিয়া নূর
শততম টেস্টে বাংলদেশের জয়, তাও অন্য দেশের মাটিতে- ভাবতেই ভালো লাগছে। আমার মনে হয়, এই জয় আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় পাওয়া। সাকিব আল হাসানের সেঞ্চুরি ও ছয় উইকেট, সঙ্গে মোসাদ্দেক হোসেন সৈকতের চমৎকার ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জয়ে। এই টেস্ট ম্যাচটার কারণে হার্ট বিট যতটা ধড়ফড় করেছিল, তা পুরোপুরি উশুল হয়েছে।

এদিকে শততম টেস্ট জয়ে টাইগারদের প্রশংসা করে অনেক তারকাই তাদের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘কাপটার নাম জয় বাংলা, জয় লংকা না তো!’

চিত্রনায়ক সাইমন সাদিক লিখেছেন, ‘ধুক ধুকানী থামছেই না! অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল।’ অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

চলচ্চিত্র নির্মাতা দেবাশিষ বিশ্বাস লিখেছেন, ‘জয় বাংলাদেশ।’ অভিনেত্রী ভাবনা লিখেছেন, ‘জয় বাংলা’।

Please follow and like us:

Check Also

ডিপজলের কাছে কত ভোটে হারলেন নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন মিশা সওদাগর এবং সাধারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।