স্বাধীনতার ৪৬ বছর পরও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি- — গাজীপুর মহানগর আমীর

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর আমীর অধ্যক্ষ শেখ মুহাম্মদ ইবনে ফয়েজ বলেছেন, স্বাধীনতার ৪৬ বছর পরও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। আজও গণতন্ত্র, ভোটাধিকার এবং মানবাধিকারের মতো মৌলিক বিষয়গুলো প্রতিষ্ঠার  জন্য লড়াই করতে হচ্ছে। যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন বিপন্ন করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলো, তাদের সে স্বপ্ন আজও স্বপ্নই রয়ে গেছে। রবিবার স্থানীয় এক মিলনায়তনে গাজীপুর মহানগর জামায়াত আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জাতির ঘাড়ে অবৈধ সরকার চেপে বসেছে। ভোট ডাকাতির অনির্বাচিত  সরকারের পতন ঘটিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে সবাইকে জেগে ওঠতে হবে।20

>
> এদিকে জয়দেবপুর উত্তর থানা আয়োজিত পৃথক এক আলোচনা সভায় মহানগর সেক্রেটারি খায়রুল হাসান বলেন, আজ সমগ্র জাতি পরাধিনতার যাঁতাকলে বন্দী, জনগনকে জুলুমবাজদের হাত থেকে বাঁচাতে হলে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন গনতন্ত্রে বিশ্বাসী হলে জনগনকে কথা বলার সুযোগ দিন। থানা আমীর ছাদেকুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মাও: আবু তাহের, শামীম হাসান প্রমুখ।
এদিকে জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার উদ্যোগে জেলা সেক্রেটারী মাওলানা সেফাউল হকের সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক জনাব আবুল হাশেম খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শুরা ও কর্মপরিষদের সদস্য ও  কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহম্মদ হারুনুর রশীদ, আরো বক্তব্য রাখেন এটিএম মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী প্রমুখ। বক্তরা বলেন দেশ স্বাধীন হওয়ার ৪৬ বছর পার হলেও দেশের মানুষ এখনো প্রকৃত স্বাধীনতার সুখ ভোগ করতে পারছেন না, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার মাধ্যমেই প্রকৃত স্বাধীনতার সুখ ভোগ করা সম্ভব।

তাই সবাইকে সেই সমাজ ব্যবস্থা কায়েমের সংগ্রামে অংশ গ্রহনের উদত্ত আহবান জানান।

এছাড়া টঙ্গী, কাশিমপুর, কাউলতিয়াসহ নগরীর বিভিন্ন স্থানে জামায়াতের উদ্যোগ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

Please follow and like us:

Check Also

তালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াত

সাতক্ষীরার তালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।