এক ম্যাচে ১৩ ধাপ!

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:দীর্ঘ ইনজুরির পর ক্রিদেশীয় সিরিজে ছন্দে ফিরেছেন বাংলাদেশের হাসি মুখের ঘাতক মোস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে আগুনঝরা পারফরমেন্স করেন এই পেস সেনসেশন। ২৩ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। এর সুবাদে র‌্যাঙ্কিংয়ে এক লাফে এগিয়েছেন ১৩ ধাপ!

 

 

আজ সোমবার সদ্য প্রকাশিত আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিং এমনটাই বলছে।

চোট কাটিয়ে ফেরার পর এটাই মোস্তাফিজের ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং।

ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন এই পেসার। মোস্তাফিজের সংগ্রহ ৫৮৩ পয়েন্ট।

ক্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষেই ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন মোস্তাফিজ। পরে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৯ ওভার বল করে দিয়েছিলেন ২৩ রান, দুটি মেডেন ছিল আর তুলেছিলেন ৪ উইকেট। তার ইকোনোমি রেট ছিল ২.৫৫! হয়েছিলেন ম্যান অব ম্যাচ।

এদিকে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে দশে থাকা একমাত্র বাংলাদেশী হলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের ভাণ্ডারে জমা আছে ৬১৯ পয়েন্ট। তার অবস্থান দশম। ৫৯৯ পয়েন্ট নিয়ে মাশরাফি বিন মর্তুজা রয়েছেন ১৫তম স্থানে।

 

Please follow and like us:

Check Also

সাফজয়ী ফুটবলার রাজিয়া সুলতানার বাড়িতে চলছে কান্না

সাতক্ষীরা সংবাদদাতাঃ গত শুক্রবার দুপুর ১২টার দিকে রাজিয়াদের জরাজীর্ণ বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িজুড়ে যেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।