কুমিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্টিত

ক্রাইমবার্তা রিপোট:আকবর হোসেন,তালা: তালা উপজেলায় ১৫ জুলাই শনিবার কুমিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সবাবেশ অনুষ্টিত হয়েছে । উক্ত স্কুলের প্রধান শিক্ষক মাসুমা সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মো: ঈমান উদ্দিন ।18 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম । উক্ত মা সমাবেশে প্রায় ১শত জন মায়েরা উপস্থিত ছিলেন । প্রধান অতিথির বক্তব্যে ইন্সট্রাক্টর মো: ঈমান উদ্দিন বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার । একজন সন্তানকে সুশিক্ষিত করতে হলে তার পিছনে অনেক অর্থ খরচ করতে হয় । সেই খরচটাকে খরচ হিসেবে না দেখে বিনিয়োগ হিসেবে দেখেন । বিদ্যালয়ে যাওয়ার পূর্বে তাদের বই,খাতা ও কলম যাচাই করে পাঠানো এবং বিদ্যালয়ে হতে বাড়ীতে আসার পর তাদের বইপত্র চেক করা প্রয়োজন । সন্ধার পরপরই তাদের নিয়ে পড়ার টেবিলে বসা এবং বিদ্যালয়ের প্রদত্ত কাজগুলে দেখে সে অনুযায়ী পড়া তৈরী করার দায়িত্ব মায়েদের । শুধুমাত্র শিক্ষকদের উপর নির্ভর করা চলবে না । মনে রাখবেন আপনাদের কাছে থাকে ১৮ ঘন্টা অথচ শিক্ষকদের কাছে অবস্থান করে ৬/৭ ঘন্টা । প্রধান অতিথির পরামর্শ গুলি মায়েরা একমত পোষন করেন ।

 

Please follow and like us:

Check Also

দেবহাটায় নাগরিক প্লাটফর্মের সাথে যুব ফোরামের তথ্য বিনিময়

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা নাগরিক প্লাটফর্মের সাথে যুব ফোরামের তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।