রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবি: উদ্ধার ৮, নিখোঁজ ২০

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীরদ্বীপ চ্যানেলে ফের রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আটজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও অন্তত ২০জন নিখোঁজ রয়েছেন।
রোববার রাত ১০টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
ট্রলারে থাকা জীবিত উদ্ধার ব্যক্তিরা বলছেন, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে তারা ২৮ জন একটি ট্রলারে উঠে বাংলাদেশে পালিয়ে আসছিল। নাফ নদীর ঘোটারচলে তাদের ট্রলারটি অকস্মাৎ ডুবে যায়। তাদের চিৎকারে বিজিবির টহল দল বিষয়টি আঁচ করতে পেরে উদ্ধার তৎপরতা চালিয়ে ৮ জনকে উদ্ধারে সক্ষম হয়।

টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, শাহপরীরদ্বীপে নাফ নদীর ঘোলারচর পয়েন্টে একটি রোহিঙ্গাবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮জন রোহিঙ্গাকে বিজিবির টহল নৌকার মাধ্যমে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো মৃতদেহ পাওয়া যায়নি।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন খান জানান, উদ্ধার রোহিঙ্গাদের তথ্যমতে এখনো অনেকেই নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে স্থানীয়দের সহায়তায় চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি।

Please follow and like us:

Check Also

বাংলাদেশ ব্যাংকের কাছে বেনজীর আহমেদের সম্পদের তথ্য চাইল দুদক

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তথ্য চেয়ে বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।