চামড়া লাগানো হয়েছে মুক্তামণির হাতে

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণির হাতে কয়েক দফা অস্ত্রোপচারের পর আজ মঙ্গলবার চামড়া লাগানো হয়েছে। সকাল ৮টা ৪০ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ২য় তলার অপারেশন থিয়েটারে নেয়া হয়। সকাল ১০টার দিকে অপারেশন শুরু হয়। পরে দুপুর সোয়া ১২টার দিকে মুক্তামণির অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন গণমাধ্যমকে জানান, ৮ অক্টোবর অস্ত্রোপচারের মাধ্যমে  মুক্তামনির হাত নতুন চামড়া লাগানোর জন্য উপযুক্ত করা হয়েছিল। আজ তার পা থেকে চামড়া সংগ্রহ করে হাতে লাগানো হয়েছে। প্রায় আড়াই ঘণ্টা সময় ধরে তার হাতে অস্ত্রোপচার করা হয়। আজ তার হাতের চামড়া লাগানোর কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে। পরবর্তী অস্ত্রোপচারের জন্য দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে। উল্লেখ্য, গত জুলাই মাসের প্রথম সপ্তাহে বিভিন্ন গণমাধ্যমে বিরল রোগে আক্রান্ত মুক্তার সংবাদটি প্রকাশিত হলে মুক্তাকে সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব নেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তার চিকিৎসার যাবতীয় দায়ভার বহনের দায়িত্ব নেন।

Please follow and like us:

Check Also

আশাশুনিতে ইসতেসকার নামাজ আদায়

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে আল্লাহর রহমতের বৃষ্টি প্রার্থনার নামাজ ইসতেসকার নামাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।