-বেনাপোল কমিউটার ট্রেনের টিকিট না থাকায় যাত্রী দুর্ভোগ

মসিয়ার রহমান কাজল।বেনাপোল প্রতিনিধি:বাংলাদেশ রেলওয়ের খুলনা- বেনাপোল কমিউটার ট্রেনের বেনাপোল স্টেশনে যশোরের কোনো টিকিট না থাকায় হয়রানির শিকার হচ্ছে যাত্রীরা। খুলনা-নোয়াপাড়ার টিকিট থাকলেও গত এক সপ্তাহ ধরে যশোরের টিকিট নেই। ফলে বেনাপোল থেকে যশোরগামী কমিউটার ট্রেনের যাত্রীরা টিকিট ছাড়া ট্রেনে উঠলেই তাদেরকে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। বেনাপোল থেকে যশোরের ভাড়া ২০ টাকা হলেও তাদের কাছ থেকে টিকিট কালেকটররা আদায় করছেন ৪০ থেকে ৫০ টাকা। কেউ কথা বললে তাদেরকে জরিমানার ভয় দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায় করছেন। আদায়কৃত  এসব অর্থের বেশির ভাগই পকেটস্থ করছেন টিকিট কালেকটররা। ফলে সরকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। বেনাপোল থেকে যশোরের প্রতিমাসে টিকিট প্রয়োজন হয় ১০থেকে ১৫ হাজার। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ বেনাপোলে প্রতিমাসে টিকিট সরবরাহ করে থাকেন দুই থেকে তিন হাজার টিকিট। যা প্রয়োজনের তুলনায় কম হওয়ায় প্রতি মাসে এ সংকট দেখা দেয় বলে জানালেন বেনাপোল রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু কোনো উপায় না পেয়ে ওইসব যাত্রীরা টিকিট ছাড়াই ট্রেনে ওঠার পর তাদের জরিমানাসহ গুনতে হচ্ছে ট্রেনের ভাড়া। তবে  কাউন্টার থেকে টিকিট না থাকায় যাত্রীদের যে বিপিটি টিকিট দেয়ার নিয়ম রয়েছে তাও দিচ্ছে না এখানকার রেলওয়ে কর্তৃপক্ষ।
বেনাপোল রেলওয়ের দায়িত্বরত এয়ার্ড মাস্টার ইছাহক আলী জানান, আমরা এখানে প্রতিদিন ৮৪০টি সিটের বিপরীতে চারশ থেকে পাঁচশ টিকিট বিক্রি করি। তবে আমাদের বেনাপোল স্টেশনের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রামের পাহাড়তলী টি এ ব্রাঞ্চ থেকে চাহিদা মোতাবেক টিকিট সরবরাহ না করায় এ সমস্যা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে টিকিট প্রিন্টিং প্রেসের সুপারভাইজার সরোয়ার হোসেন জানান, বেনাপোলে টিকিট সংকট চলছে জেনেছি। দ্রুত টিকিট পাঠনোর ব্যবস্থা করছি।
Please follow and like us:

Check Also

তালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াত

সাতক্ষীরার তালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।