বন্ধুত্বের সেতুবন্ধ আমাদের এক করতে পারে’

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘ভৌগোলিক সীমারেখা দেশগুলোকে বিভক্ত করেছে, কিন্তু মহাসাগরীয় অঞ্চলে বন্ধুত্বের সেতুবন্ধ আমাদেরকে একত্রিত করতে পারে।’

রাষ্ট্রপতি বলেন, ‘আঞ্চলিক দায়িত্বশীলতার মাধ্যমে মহাসাগর অঞ্চলের বিভিন্ন দুর্ঘটনায় জীবন বাঁচাতে পারে। তাই আমাদের সকলকেই একত্রে কাজ করতে হবে।’

আজ সোমবার কক্সবাজারের ইনানি বিচে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম (আইওএনএস) মাল্টিলেটারেল মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ এক্সারসাইজ (আইএমএমএসএআরইএক্স), ২০১৭-এর উদ্বোধন করার সময় এসব কথা বলেন। বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী প্রথমবারের মতো এ ধরনের সিম্পোজিয়ামের আয়োজন করে। এতে নয়টি পর্যবেক্ষক দেশসহ প্রায় ৩২টি দেশের নৌপ্রধান, উচ্চপদস্থ নৌ কর্মকর্তা ও যুদ্ধজাহাজবিষয়ক বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। এশিয়া প্রশান্ত মহাসাগর ও সংলগ্ন মহাসাগরীয় অঞ্চলে মানবিক দিকসহ তথ্য বিনিময় এবং আর্থ-সামাজিক উন্নয়নে সঠিক ব্যবহারের বিষয়ে গুরুত্ব দেওয়া এই সিম্পোজিয়াম আয়োজনের মূল লক্ষ্য।
রাষ্ট্রপতি বলেন, ‘আমরা ওই ইতিবাচক মানসিকতায় বিশ্বাসী এবং এটি আঞ্চলিক দেশসমূহের মধ্যে উন্নয়নের প্রতি আস্থা ও দ্বিপক্ষীয় সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ।’

রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের উভয় প্রতিবেশী দেশের সঙ্গে সমুদ্র সীমানা বিরোধের আপস-নিষ্পত্তি করে বাংলাদেশ বিশ্বে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।’ তিনি বলেন, ‘গত দুই দশক ধরে জাতিসংঘ শান্তি মিশনে অন্যতম শীর্ষ সেনা প্রেরণকারী দেশ হিসেবে এটি বিশ্বে শান্তি স্থাপনে দেশের প্রতিশ্রুতির যথার্থ প্রতিফলন।’

অনুষ্ঠানে ব্লু ইকোনমির গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘ভারত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলোকে মেরিটাইম ব্যবসা-বাণিজ্য বাড়াতে একযোগে কাজ করতে হবে।’

রাষ্ট্রপতি বলেন, ‘আমরা সবাই সাম্প্রতিক সময়ে ভারত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতন আছি, সাগরের সম্পদ উত্তোলন, ব্যবস্থা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এ অঞ্চলের বিশাল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনার কথা মাথায় রেখে বাংলাদেশ সরকার সমুদ্র খাতের উন্নয়নের উদ্যোগ নিয়েছে।’ তিনি বলেন, ‘সাগরের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই সমৃদ্ধ এই মেরিটাইম ইকোনমির উন্নতি হতে পারে। সমুদ্র নিরাপত্তার বিভিন্ন দিক দিন দিন জটিল হয়ে যাচ্ছে। একথা মাথায় রেখে বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বাড়ানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।’

সাগরে বাংলাদেশ নৌবাহিনী ‘আস্থার প্রতীক’ হিসেবে গড়ে উঠেছে মন্তব্য করে রাষ্ট্রপতি বলেন, ‘সরকারের ব্লু ইকোনমি এজেন্ডা বাস্তবায়নে নৌবাহিনী সাগরে ‘অতন্দ্র অভিভাবকের মতো’ কাজ করছে।’

পররাষ্ট্রনীতির মূল কথা ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’ একথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘এই নীতির আলোকে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি আমরা সকল আঞ্চলিক দেশের সঙ্গে চমৎকার সম্পর্ক বজায় রাখছি।’

অনুষ্ঠানে সিম্পোজিয়াম চেয়ারম্যান ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ ও ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা বক্তৃতা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশে বিদেশি মিশনের কয়েকজন প্রধান, বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর প্রধান, স্থানীয় সংসদ সদস্য, নৌবিভাগের প্রধান ও অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদলের প্রধান এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Check Also

ফেসবুকে পোস্ট দিয়ে সন্তান নিয়ে ট্রেনের নিচে নারীর ঝাঁপ: মারা যান মা-ছেলে

হাজীগঞ্জে এক বছরের সন্তান আব্দুর রহমানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন মা তাহমিনা (২৩)। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।