সাতক্ষীরায় দুই দিন ব্যাপি পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি : ‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় দুই দিন ব্যাপি এসবিসিসি পরিবার পরিকল্পনা মেলা-২০১৮ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাজ পার্কে মেলা প্রাঙ্গণে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে আইইএম ইউনিটের আয়োজনে ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগিতায় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক রওশানারা জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের খুলানা বিভাগীয় পরিচালক ব্রজ গোপাল ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক ডা. মো. মুজিবর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নকিবুল হাসান, মেডিকেল অফিসার ডা. রনজিত কুমার, ডা. আবুল বাসার, ডা. লিপিকা বিশ^াস প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শণ করেন। মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে। দুইদিন ব্যাপি এ মেলায় সকাল ০৯টা থেকে বিকাল ০৫টা পর্যন্ত মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিষয়ে সেবা প্রদান করা হবে এবং মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা মূলক প্রামান্য চিত্র প্রদর্শণ করা হবে।  সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সেলিম।

Please follow and like us:

Check Also

আশাশুনিতে ইসতেসকার নামাজ আদায়

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে আল্লাহর রহমতের বৃষ্টি প্রার্থনার নামাজ ইসতেসকার নামাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।