জামায়াতের ভারপ্রাপ্ত আমীরসহ ৯ নেতার একদিন করে রিমান্ড

রাজশাহী অফিস : রাজশাহীতে গ্রেফতার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমানসহ জামায়াতের ৯ নেতার একদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের (১) বিচারক মাহাবুবুর রহমান তাদের প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এরআগে তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক রাশিদুল ইসলাম রিমান্ডের তথ্য নিশ্চিত করেন। রিমান্ড মঞ্জুর হওয়া জামায়াতের অন্য নেতারা হলেন, রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, রাজশাহী জেলা (পূর্ব) আমীর রেজাউর রহমান, জেলা (পশ্চিম) আমীর অধ্যাপক আবদুল খালেক, রাজশাহী মহানগর সেক্রেটারি অধ্যক্ষ সিদ্দিক হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার আমীর আবুজার গিফারী, রাজশাহী জেলা (পূর্ব) জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মইনুল হোসেন, জামায়াতের রোকন মুজিবর রহমান ও গোদাগাড়ী থানা জামায়াতের কর্মী তৈয়ব আলী। এরআগে সোমবার নেতৃবৃন্দকে আদালতে হাজির করা হলে তাদের বিরুদ্ধে আদালতে ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। পরে আদালত মঙ্গলবার শুনানির দিন নির্ধারণ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল মঙ্গলবার দুপুরে শুনানি শেষে আদালত তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। আটককৃতদের মধ্যে রাজশাহী মহানগরী আমীর প্রফেসর আবুল হাশেমকে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়নি। মহানগর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক রাশিদুল ইসলাম জানান, বিকেলের মধ্যেই আসামীদের কারাগার থেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, গত সোমবার সকালে রাজশাহীর হাতেম খান ছোট মসজিদ এলাকায় ডিবি ও বোয়ালিয়া থানা পুলিশ জামায়াতের ১০ নেতাকে আটক করে। পরে তাদের বোয়ালিয়া থানায় নেয়া হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

Please follow and like us:

Check Also

মধুখালীতে বিনা বিচারে দুই সহোদর ভাইকে পিটিয়ে হত্যা: প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলি, জামায়াতের নিন্দা

ফরিদপুরের মধুখালীতে সমাবেশে পুলিশের গুলি বর্ষণে বহু লোক আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।