যশোর বোর্ডে পাশের হার কমেছে ৩.২৮%

তরিকুল ইসলাম তারেক, যশোর: এবারের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৬৪। আর জিপিএ ৫ পেয়েছে নয় হাজার ৩৯৫ শিক্ষার্থী।

গত বছর ২০১৭ সালে যশোর বোর্ডে পাসের হার ছিল ৮০.০৪। আর জিপিএ ৫ পেয়েছিল ছয় হাজার ৪৬০ শিক্ষার্থী।

এবার যশোর বোর্ড থেকে মোট এক লাখ ৮৩ হাজার ৫৮৪ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯২ হাজার ৪৪৩ জন ছেলে আর ৯১ হাজার ১৪১ জন মেয়ে।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে এক লাখ ৪০ হাজার ৬৯৯ শিক্ষার্থী। যাদের মধ্যে ৬৮ হাজার ৮১৭ জন ছেলে ও ৭১ হাজার ৮৮২ জন মেয়ে। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের পাসের হার ৭৪ দশমিক ৪৪ এবং মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৮৭।

রোববার দুপুরে প্রেসক্লাব যশোর কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র এই তথ্য দেন।#

Please follow and like us:

Check Also

তালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াত

সাতক্ষীরার তালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।