কালিগঞ্জে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হলেও আসামী না ধরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

কালিগঞ্জ ( সাতক্ষীরা) প্রতিনিধি:কালিগঞ্জে সন্ত্রাসী হামলায় বসতঘর ভাংচুর, লুটপাট ও ৪ যখম হওয়ার ঘটনায় থানায় মামলা হলেও আসামীরা অধরা থাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুলাই) সকাল ১০ টায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, সাংগঠনিক সম্পাদক রাম প্রসাদ,ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ও ইউপি সদস্য আব্দুল জলিল গাইন, সাবেক ইউপি সদস্য তপন কুমার রায়, প্রবীন রাজনীতিবীদ আবুল হোসেন বিশ্বাস, ইস্রাফিল হোসেন, রেজাউল ইসলাম খান, রাজগুল হোসেন প্রমুখ। পরে আওয়ামীলীগের শত শত নেতাকর্মীসহ সাধারণ জনগনের অংশগ্রহনে বালিয়াডাঙ্গা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তাগন রঘুনাথপুর গ্রামের মালাইকা এর বাড়িতে ১৭ জুলাই হামলা, ভাংচুর, লুটপাট ও হত্যার উদ্দ্যেশে আক্রমনে ৪ জন যখম হওয়ার ঘটনায় ২০ জুলাই কালিগঞ্জ থানায় মামলা হয়, যার নং ১৮/১৪০। মামলা দায়ের থেকে অদ্যবধী ১ নং আস্মী কে এম মোশারাফ হোসেন সহ এজাহার নামীয় ৩২ জনের কাওকে পুলিশ আটক না করায় হতাশার সৃষ্টি হয়েছে। অনতিবিলম্বে আসামীদের গ্রেপ্তারের দাবীতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

Please follow and like us:

Check Also

কালিগঞ্জে পল্লী বিদ্যুতের কর্মচারীদের বেপরোয়া মারপিটে সাংবাদিকসহ আহত ৩

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনের কর্মকর্তা ও কর্মচারীদের অবৈধ কর্মকান্ডের প্রতিবাদ করায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।