বর্তমান শিক্ষা ব্যাবস্থায় কারিগরি শিক্ষার বিকল্প নেই, পলিটেকনিকে অভিভাবক সমাবেশ জেলা প্রশাসক

মোঃহোসেন;

ক্রাইমবার্তা রিপোর্ট;  সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।আজ শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের মুল ফটকের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল থেকে পলিটেকনিক ক্যাম্পাস যেন নবীন ও প্রবীন মিলনমেলায় পরিনত হয় । কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্টানটির শুভ সুচনা হয়। পরবর্তীতে রজনীগন্ধা ফুল দিয়ে নবীনদের বরন করে নেন সিনিয়র ছাত্র-ছাত্রীরা। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৗেশলী জী.এম.আজিজুর রহমান এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক, জনাব মোহাম্মাদ ইফতেখার হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক, আবু আহাম্মাদ, সভাপতি সাতক্ষীরা প্রেসক্লাব, । প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব মোহাম্মাদ ইফতেখার হোসেন বলেন বর্তমান শিক্ষা ব্যাবস্থায় কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্বপুর্ন। দেশে অসংখ্য শিক্ষিত-উচ্চশিক্ষিত বেকার যুবক রয়েছে যাদের দেশে কর্মসংস্থানেরও সুযোগ নেই। জীবন জীবিকার জন্য তারা বিদেশে গিয়েও কোন বিষয়ে দক্ষতা না থাকায় অতি নিম্ম মানের কাজ করতে বাধ্য হচ্ছে । সুতরাং এ সকল ক্ষেত্রে যারা টেকনিক্যাল পর্যায়ে লেখাপড়া করার সিদ্ধান্ত গ্রহন করেছে তারা সঠিক পথে অগ্রসর হয়েছে। তবে শিক্ষা জীবন অনেক কস্ট এবং পরিশ্রমের উল্লেখ করে তিনি বলেন কারিগরি শিক্ষা মানেই হাতে কলমে শিক্ষা। ফলে তোমাদের নিয়মিত ক্লাস করে পড়াশুনা চর্চ্চার মাধ্যমে জিপি এ,ভালো করার পাশাপাসি দক্ষতা অর্জন করতে হবে। তবেই তোমরা তোমাদের সঠিক লক্ষ্যে পৌছাতে সক্ষম হবে। প্রতিষ্ঠানটি বর্তমানে শিক্ষা-দীক্ষা,জাতীয় বিজ্ঞান মেলা,উদ্ভাবনী,বিতর্ক প্রতিযোগিতা সহ সকল জাতীয় দিবসের বিভিন্ন প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করে একটি অন্যতম বিদ্যাপীঠে উন্নীত হয়েছে। ভাল ফল লাভের জন্য তিনি সকল ছাত্র ছাত্রীদের মনোযোগ সহকারে পড়াশুনা করার আহব্বান জানান এবং সকল প্রকার সরকারী সহযোগীতার আশ্বাস দেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি পালিটেকনিক ইনস্টিটিউটের, সকল টেকনোজীর বিভাগের প্রধানরা, পরে সভাপতি অধ্যক্ষ প্রকৗেশলী জী.এম.আজিজুর রহমান তার সমাপনী বক্তব্যে সাতক্ষীরা সরকারি পালিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছাত্রীদের ডিজিটাল হাজিরা গ্রহন করার ঘোষনা দেওয়ার মাধ্যমে উক্ত সমাবেস সমাপ্ত ঘোষনা করেন ,,

Please follow and like us:

Check Also

আশাশুনিতে ইসতেসকার নামাজ আদায়

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে আল্লাহর রহমতের বৃষ্টি প্রার্থনার নামাজ ইসতেসকার নামাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।