সাতক্ষীরা থেকে প্রকাশিত দু’টি দৈনিক পত্রিকার বিরুদ্ধে আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা : জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হায়দর আলি তোতার বাড়ি থেকে ৪৯ হাজার টাকাসহ নয় জুয়াড়ি আটক শীর্ষক এক খবরের জেরে সাতক্ষীরার দুটি দৈনিক পত্রিকার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। জিয়াউর বিন সেলিম বাদি হয়ে গতকাল সোমবার সাতক্ষীরা বিচারিক হাকিম -২ এর আদালতে পৃথক এই দু’টি মামলা দায়ের করেন।
মামলা দু’টি আমলে নিয়ে আদালত জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার ওপর তদন্ত দিয়েছেন। আগামি ২০২০ সালের ২০ জানুয়ারি মামলার ধার্য দিনে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
পত্রিকা দু’টি হচ্ছে দৈনিক পত্রদূত ও দৈনিক কালের চিত্র। পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক সাবেক গণপরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা প্রয়াত সম আলাউদ্দিন। দৈনিক কালের চিত্র সম্পাদক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ আবু আহমেদ।
বাদি জিয়াউর বিন সেলিম মামলায় উল্লেখ করেন, দৈনিক কালের চিত্র’র অনলাইন ওয়েবসাইটে গত ২৫ সেপ্টেম্বর ইচ্ছাকৃতভাবে ‘সাতক্ষীরা সদর -২ আসনের এমপির ভাইয়ের বাড়িতে গড়ে ওঠা মিনি ক্যাসিনোতে গোয়েন্দা পুলিশের হানা, জুয়ার সরঞ্জাম উদ্ধার’ শিরোনামে আংশিক মিথ্যা তথ্য দিয়ে একটি পোস্ট প্রকাশ ও সম্প্রচার করা হয়। ওই সংবাদের শিরোনামে ‘হায়দর আলি তোতাকে সদর আসনের এমপির ভ্রাতা’ বলে প্রকাশ করা হয়। এছাড়া এতে বলা হয় ‘তার এমপি ভাই ও ছাত্রলীগ নেতা ভাইপো ও নিজে আওয়ামী লীগ নেতা হওয়ায় দাপট দেখিয়ে দীর্ঘদিন যাবত তার বসত বাড়িতে জুয়াসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ পরিচালনা করিয়া আসিতেছে’। এই তথ্য মিথ্যে বলে বাদি মামলায় উল্লেখ করেন। এ মামলায় বিবাদীভূক্ত হয়েছেন দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাবেক অধ্যক্ষ আবু আহমেদ ও পত্রিকায় কর্মরত গাজি হাবিব রেহমান, রেশমা রোসনী ও তাপস ঘোষ।
এদিকে একই বাদি জিয়াউর বিন সেলিম অপর মামলায় বলেন, দৈনিক পত্রদূত পত্রিকার অনলাইন ওয়েব সাইটে গত ২৬ সেপ্টেম্বর ‘এমপি রবির মামাতো ভাই তোতার বাড়িতে পুলিশ হানা দিয়ে নগদ টাকা সরঞ্জামসহ জুয়াড়ি গ্রেফতার’ শিরোনামে আংশিক মিথ্যে তথ্য দিয়ে একটি পোস্ট করা হয়। প্রকাশিত সংবাদে আরও বলা হয় ‘ফুফাতো ভাই এমপি হওয়ায় এমপির সম্মান রক্ষার্থে আইন শৃংখলা বাহিনী এ যাবত কোনো অভিযান পরিচালনা করেনি বলে ধারনা করা হয়’। বাদি আরও বলেন ‘ধারনা করা হয়’ লিখে এমপি রবির ইমেজ নষ্ট ও হেয় করার চেষ্টা করা হয়েছে। তাছাড়া পুলিশের বরাত দিয়ে প্রকাশিত সংবাদে ‘এমপি রবির মামাতো ভাই তোতা’ বিষয়ক তথ্য পুলিশের কোনো প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি বলে বাদি তার আরজিতে উল্লেখ করেন। এ মামলায় আসামিভূক্ত হয়েছেন দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত সম আলাউদ্দিনের কন্যা বর্তমান সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি ও শেখ মেস্তাফিজুর রহমান ফয়সল।
এদিকে আওয়ামী লীগ নেতা তোতার বাড়ি থেকে জুয়াড়ি গ্রেফতার শীর্ষক খবরকে কেন্দ্র করে রবিবার দুপুরে সাতক্ষীরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমূহের এক সমাবেশে দৈনিক কালের চিত্র ও দৈনিক পত্রদূত পত্রিকার ডিক্লারেশন বাতিলের দাবি জানানো হয়। সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম শওকত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

Please follow and like us:

Check Also

ফেসবুকে পোস্ট দিয়ে সন্তান নিয়ে ট্রেনের নিচে নারীর ঝাঁপ: মারা যান মা-ছেলে

হাজীগঞ্জে এক বছরের সন্তান আব্দুর রহমানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন মা তাহমিনা (২৩)। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।