ফুটবল মাঠে লিওনেল মেসির সর্বশেষ হ্যাটট্রিকের ঘটনাটি ছিল আলাদা তাৎপর্যের। ওই ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয় নিয়ে ২০১৮ বিশ্বকাপের টিকিট পায় আর্জেন্টিনা। এবার অন্য এক হ্যাটট্রিক পূরণের পথে আর্জেন্টিনার এই ফুটবল জাদুকর। পরিবারে নতুন অতিথি আসার ইঙ্গিত দিলেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। অর্থাৎ তৃতীয়বারের মতো বাবা হচ্ছেন লিওনেল মেসি। এর আগে মেসি-রোকুজ্জোর ঘর আলো করে পৃথিবীতে আসে দুই পুত্র থিয়াগো ও মাতেও। ২০১২ সালে প্রথম সন্তান থিয়াগোর জন্ম। আর ২০১৫’র সেপ্টেম্বরে পৃথিবীর আলো দেখেন মাতেও। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রোকুজ্জো। ছবিতে দেখা যায়, ছেলেদের নিয়ে মেসি রোকুজ্জোর পেটে হাত রেখে কিছু একটা অনুভব করছেন। ছবির ক্যাপশনে রোকুজ্জো লেখেন, ‘পাঁচজনের পরিবার।’ ক্যাপশনের সঙ্গে জুড়ে দেন লাল রঙের পাঁচটি হৃদচিহ্ন আঁকা ইমোজি। চলতি বছরের ৩০শে জুন বাল্যপ্রেমিকা রোকুজ্জোর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন লিওনেল মেসি। এটাকে বলা হচ্ছিল ‘শতাব্দীর সেরা বিয়ে’।
Check Also
সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।
স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …