ইউরোপের দেশগুলো বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ হারাচ্ছে

EUঢাকা, ১৩ মে, এবিএন ওয়ার্ল্ড : বাংলাদেশে বিদেশি হত্যা, জঙ্গিবাদ, রাজনৈতিক অস্থিরতা ও অবকাঠামোগত দুর্বলতার কারণে ইউরোপীয় দেশগুলো বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ হারাচ্ছে বলে অভিযোগ করেছে ইউরোপীয় ইউনিয়ন। আজ বৃহস্পতিবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ে তোফায়েল আহমেদের সাথে বৈঠক শেষে একথা জানান ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রথম বাণিজ্য কাউন্সিল উপলক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।
এসময় তোফায়েল আহম্মেদ বলেন,ব্যবসায়ীদের উৎসাহিত করতে বাংলাদেশে আলাদা আলাদা শিল্প জোন করা হয়েছে। এছাড়া,বিনিয়োগকারীরা অন্যান্য সুযোগ সুবিধা চাইলে তা বাড়ানোরাও আশ্বাস দেন মন্ত্রী। জবাবে, ইইউ প্রধান আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পাশাপাশি গ্যাস বিদ্যুতের সংকটের কথাও তুলে ধরেন।

এবিএন/বৃহস্পতি/অর্থনীতি/মমি

Check Also

ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার বর্ষপূর্তি উদযাপন ও কমিটি গঠন 

সভাপতি মোঃ আব্দুর রহিম (জনতা ব্যাংক), সম্পাদক কবির উদ্দিন (আল আরাফাহ ইসলামি ব্যাংক) আব্দুল্লাহ আল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।