রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তাই দায়ী

BBঢাকা, ১৩ মে, এবিএন ওয়ার্ল্ড : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পেছনে বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তা ব্যবস্থাকেই দায়ী করেছে সুইফট। এক বিবৃতিতে সুইফটের তরফ থেকে বলা হয়েছে, তাদের ব্যাংক গ্রাহকরাই রিজার্ভ চুরির জন্য দায়ী। তারা নিরাপত্তার জন্য যে কম্পিউটার ব্যবহার করে বিশ্বব্যাপী নেটওয়ার্ক পদ্ধতিতে বার্তা আদান প্রদান করে সেসব কম্পিউটার ব্যবহার করেই বাংলাদেশের কেন্দ্রিয় ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি করা হয়েছে। রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
নিজেদের নিরাপত্তা প্রটোকল আরো জোরদার করার বিষয়ে পরামর্শ দিয়ে সুইফট বলছে, চুরির পেছনে সুইফট দায়ী নয় এবং সুইফটকে দায়ী করাই যাবে না। কারণ এটা আপনাদের অভ্যন্তরীন নেটওয়ার্ক সিস্টেমের ত্রুটি। আপনাদের নেটওয়ার্কের নিরাপত্তা আপনাদেরই নিশ্চিত করতে হবে।
সব ধরনের সতর্কতা অবলম্বনের জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়ে সুইফট বলছে, সুইফটের ব্যবহারকারী হিসেবে সুইফটের সঙ্গে আপনাদের নেটওয়ার্ক এবং সেই সম্পর্কিত পরিবেশের নিরাপত্তার দায়ভার আপনাদের ওপরই। আপনাদের অভ্যন্তরীন নিরাপত্তায় ঘাটতি থাকলে সে বিষয়ে সুইফটের কিছু করার নেই। আর এক্ষেত্রে ব্যাংক থেকে অর্থ চুরির ঘটনায় সুইফটকে দায়ী করা যাবে না।

এবিএন/শুক্র/অর্থনীতি/এমআর

Please follow and like us:

Check Also

২৮শে এপ্রিল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারেও ক্লাসের পরিকল্পনা

আগামী ২৮শে এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।