হট মৌসুমী হামিদের এবার ‘অশ্ব ডিম্ব’ নিয়ে আসছেন

Mousumi-Hamidঢাকা, ১৩ মে, এবিএন ওয়ার্ল্ড : এবার ‘অশ্ব ডিম্ব’ নিয়ে আসছেন হট মৌসুমী হামিদ। রোজার ঈদ সামনে রেখে এরইমধ্যে বিভিন্ন নাটকের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনয়শিল্পীরা। এই যেমন অভিনেত্রী মৌসুমী হামিদ এখন পুবাইলে। সেখানে একটি ঈদের নাটকে কৃষকের স্ত্রীর বেশে কাজ করছেন তিনি। এ কাজ করতে গিয়ে নতুন অভিজ্ঞতা হচ্ছে তার। ঈদের জন্য নির্মাণাধীন ‘অশ্ব ডিম্ব’ নামের সাত খণ্ডের এ নাটকে অভিনয় করছেন তিনি। এটি নির্মাণ করছেন অনিমেষ আইচ। এ প্রসঙ্গে মৌসুমী হামিদ এবিনিউজকে বলেন, এর আগে অনিমেষ দার ‘না মানুষ’ চলচ্চিত্রসহ বেশকিছু টিভি নাটকে কাজ করা হয়েছে। এখানে আমি একজন কৃষকের স্ত্রীর চরিত্রে অভিনয় করছি। আমার চরিত্রের নাম জমিলা। আর কৃষক চরিত্রে অভিনয় করছেন আজাদ আবুল কালাম। এ নাটকে আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও ভাবনা। এবারের ঈদে এনটিভিতে এ নাটকটি প্রচার হবে। চলচ্চিত্রের বাইরে এবারের ঈদের নাটক নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। এরমধ্যে শেষ হয়েছে সুমন আনোয়ারের পরিচালনায় ‘আশার আলো’ নামের একটি খণ্ড নাটকের কাজ। এতে একজন বোবা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। মানিকগঞ্জে শুটিং করা এ নাটকে তার সহশিল্পীর অভিনয় করেছেন জাকিয়া বারী মম, কল্যাণ কোরাইয়া, সমাপ্তি মাসুক, মনিরা মিঠু, শহিদুল আলম সাচ্চুসহ আরও অনেকে। উল্লেখ্য, মৌসুমী হামিদ অভিনীত সবশেষ ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ ছবিটি মুক্তি পায়। এটি পরিচালনা করেন সাফিউদ্দিন সাফি।

এবিএন/শুক্র/বিনোদন/মনি

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।