ক্রাইমবার্তা রিপোট:নির্বাচন কমিশন-ইসি পুনর্গঠনে স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে এ পর্যন্ত জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের সাথে আলোচনার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়া, নির্বাচন কমিশন পুনর্গঠনে বিভিন্ন সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরছেন।
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের সাথে আলোচনা করে একটি পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠনের আহ্বান জানান খালেদা জিয়া।
বাছাই কমিটির সদস্যদের সাবেক প্রধান বিচারপতি, আপিল বিভাগের সাবেক বিচারপতি, অবসরপ্রাপ্ত সচিব, বিশ্ববিদ্যায়লের সাবেক অধ্যাপক ও দক্ষ যোগ্য নারীদের মধ্য থেকে বাছাই করার প্রস্তাব দেন তিনি।
খালেদা জিয়া বলেন, জেলা জজের মর্যাদা সম্পন্ন, ন্যূনতম ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার সম্পন্ন, সিনিয়র আইনজীবী, বিশিষ্ট নাগরিকদের মধ্য থেকে নির্বাচন কমিশনার নিযুক্ত হবেন।