ক্রাইমবার্তা রিপোট:ফেনীর রামপুর এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছে।
শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুরে বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
ফেনী র্যাব-৭ এর অধিনায়ক শাফায়েত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর অংশে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি চালালে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে বন্দুকযুদ্ধে অজ্ঞাত দুই ডাকাত সদস্য নিহত হয় এবং র্যাবের দুই সদস্য আহত হয়।
পরে ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, দুটি শ্যুটারগান, আট রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।