শুক্রবার দুপুরে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘আটক ব্যক্তি ট্রাফিকের দায়িত্বে থাকলেও সে সময় তার সোনারগাঁও মোড়ে থাকার কথা নয়। ছিনতাইয়ের সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
থানায় ভুক্তভোগী ডিম ব্যবসায়ী আবদুল বাসির সাংবাদিকদের জানান, শুক্রবার ভোরে লালবাগ কেল্লার মোড় এলাকায় ডিমের চালান সরবরাহ করে তিনি ফিরছিলেন। তেজগাঁও স্টেশন রোডের আড়তে যাচ্ছিলেন তিনি। কিন্তু হোটেল সোনারগাঁও মোড়ে একটি মোটর সাইকেলে (ঢাকা মেট্রো ল ২৭-৪৭৪৩) দুজন আরোহী তার গতিরোধ করে। তাদের পরনে পুলিশের পোশাক ছিল। এদের একজন তার কাছে গাঁজা আছে কি না জানতে চান। তিনি অস্বীকার করে বলেন, তার কাছে ডিম রাখার ২৪০টি খালি ঝুড়ি ও সঙ্গে ৪৪ হাজার টাকা আছে। এরপর লতিফুজ্জামান এবং তার সহকর্মী বাসিরের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় জীবনের ঝুঁকি নিয়ে লতিফুজ্জামানকে জাপটে ধরে ফেলেন বাসির। অন্য পুলিশ সদস্য পালিয়ে যান।