ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ্ববিদ্যালয় ইনফরমেশন এন্ড কমিউনিকেশন বিভাগে ইনোভেশন ল্যাবের ট্রেনিং শুরু হয়েছে। শনিবার সকাল ৯টায় বিভাগীয় ল্যাবে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ শুরু হয়। অনুষ্ঠানে ইনোভেশন ল্যাবের সমন্বয়ক প্রফেসর ড. মোঃ জাহিদুল ইসলাম, ল্যাব পরিচালনা কমিটির সদস্য মোঃ জসিম উদ্দিনসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও লিডস করপোরেশন লিমিটেড গ্রুপের প্রোজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক। ন্যাশনটেক কমিউনিকেশন গ্রুপের সৌজন্যে বিভাগের বাছায়কৃত ৩০জন শিক্ষার্থীকে প্রথমে হাতে-কলমে এ প্রশিক্ষণ দেওয়া হয়। পর্যায়ক্রমে বিভাগের সকল শিক্ষার্থীকে এ প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে (আইওটি) ইন্টারনেট অব থিংস সম্পর্কে জানতে পারবে।
ইবি সংবাদদাতা-
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে শনিবার সকাল ৭টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে মিছিল করে তারা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ইবি শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদের নেতৃত্বে মিছিল শুরু হয়। মিছিলে সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম সোহাগ, রুবেল, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, যুগ্ম সম্পাদক রঞ্জু আলী, দপ্তর সম্পাদক সাহেদ আহম্মেদ, মাহবুবুর রহমান, রতন, মিথুন, কামরুল, পারভেজ, আনোয়ারুল, রিপন, মনিরুলসহ প্রায় অর্ধশত নেতা-কর্মী অংশ গ্রহন করে।