কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতা, গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে শনিবার বিকেলে এক যুবকের গলা কাটা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৩০ বছর বয়সের ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাযায়নি।

কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, শনিবার বিকেলে কাপাসিয়া উপজেলার বলদাঘাট এলাকার পুঁজা মন্ডপের পাশে শীতলক্ষ্যা নদীতে এক যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। লাশটিতে পঁচন ধরেছে। তার পরনে গেঞ্জি ও জিন্সের প্যান্ট ছিল। ধারণা করা হচ্ছে, অন্ততঃ ৫/৬দিন আগে দূর্বৃত্তরা গলা কেটে ওই যুবককে হত্যার পর তার লাশটি নদীতে ফেলে গেছে।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।