ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :ভারতে ট্রেস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৯৭ জনে। আহত হয়েছেন প্রায় দুই শ’ জন। এনডিটিভি এ খবর জানিয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আজ রোববার ভোর রাত ৩টার দিকে উত্তর প্রদেশের কানপুরের কাছে পাটনা-ইন্দোর এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে হতাহতের এ ঘটনা ঘটে।
ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন।
উত্তর প্রদেশ রাজ্য পুলিশের মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী বলেন, ‘মৃতের সংখ্যা দুর্ভাগ্যজনকভাবে বেড়ে গেছে।’
তিনি আরো জানান, উদ্ধারকর্মীরা ট্রেনের নিচে আটকা পড়া যাত্রীদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
উদ্ধার অভিযানে সেনাবাহিনী ও চিকিৎসকদের মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা গোটা এলাকা ঘিরে রেখেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।
তিনি নিহতদের পরিবারের সদস্যদের দুই লাখ ও গুরুতর আহতদের ৫০ হাজার রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন।
দেশটির রেলমন্ত্রী এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।