ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত শতাধিক [ভিডিও]

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত শতাধিক [ভিডিও]
ভারতের উত্তর প্রদেশের কানপুরে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। খবর টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভির।

কানপুরের পুলিশ ও রেল কর্মকর্তাদের বরাত দিয়ে ইংরেজি দৈনিক হিন্দুর অনলাইন সংস্কারণে বলা হয়, ২২৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৭৬ জনের অবস্থা গুরুতর।

ভারতের উত্তর প্রদেশের কানপুরে ‘পাটনা-ইন্দোর এক্সপ্রেস’ ট্রেনের অন্তত ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে।

শনিবার স্থানীয় সময় দিনগত রাত ৩টার দিকে কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে পুখরানে এ দুর্ঘটনা ঘটে।

কানপুরের ইন্সপেক্টর জেনারেল জাকি আহমেদের বরাতে জানানো হয়, ট্রেনটির ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে।

দুর্ঘটনাস্থল থেকে ৪৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। নিহত আরও বাড়তে পারে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেলমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে কথা বলে সার্বিক খোঁজ-খবর নিয়েছেন।

উত্তরাঞ্চলের কেন্দ্রীয় রেলওয়ে মুখপাত্র বিজয় কুমার জানান, খবর পেয়ে চিকিৎসক ও রেলওয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।

উত্তর প্রদেশেরে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব নিজে সার্বিক উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করছেন এবং পুলিশ প্রধানকেও নির্দেশ দিয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জাতীয় দুর্যোগ নিরোধ কমিটিকে ঘটনাস্থলে পাঠানোর কথা জানিয়েছেন।

Check Also

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।