ক্রাইমবার্তা রিপোট:নজরুল ইসলাম, ঝালকাঠি:::: গণহিস্ট্রেরিয়া রোগে আক্রান্ত হয়ে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ২০ ছাত্রী হাসপাতালে ভর্তি রয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে এ ঘটনায় আক্রন্ত ২০ ছাত্রীকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। এরিপোর্ট লেখার সময় পর্যন্ত ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্কুলের শিক্ষক জেসমিন বেগম জানান, প্রতিদিনের মতো ক্লাশ শুরু হলে প্রথমে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী খাদিজা আক্তার মাথা ঘুরিয়ে ও বমি বমি ভাব অনুভাব করে অসুস্থ হয়ে পরে। এরপরে পর্যায় ক্রমে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর ২০জন ছাত্রী অসুস্থ হয়ে পরতে থাকলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এঅবস্থায় বিদ্যালয়ের শিক্ষকরা অভিভাবকদের সংবাদ দিয়ে অসুস্থদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
আক্রন্তদের মধ্যে রয়েছে, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী, খাদিজা আক্তার, শারমিন আক্তার, সুমাইয়া আক্তার, ইনতান আক্তার, সানজিদা আক্তার, সুমি আক্তার, লিসা আক্তার, সাবিনা আক্তার, সুখি আক্তার, সপ্তম শ্রেনীর ছাত্রী লিমা আক্তার, মুনা আক্তার, নবম শ্রেনীর ছাত্রী ফরিদা আক্তার, মহুয়া আক্তার, সুমি আক্তার, তন্নি আক্তার, শামীমা আক্তার, ইতি, শামীমা আক্তার, ও সুলতানা আক্তার।
সদর হাসপাতালের কর্তব্য চিকিসৎসক মো. মেহেদী হাসান জানান, ২০ ছাত্রী গণহিস্ট্রেরিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ রোগের প্রাথমিক লক্ষনের মধ্যে শরীরে অস্থিরতা, শ্বাসকষ্ট, খিচুনি, বমিবমি ভাব শুরু হয়ে অচেতন হয়ে পড়া। বিষয়টি নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, তাদের চিকিৎসা দেয়া হচ্ছে, বর্তমানে এদের অবস্থার মোটামোটি ভাল।
Check Also
আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …