ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতা, মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতের মহানগর সূত্র জানায়,গাজীপুর মহানগর জামায়াতের আমীর ইবনে ফয়েজের নেতৃত্বে মহানগরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চান্দনা চৌরাস্তা সংলগ্ন বাইপাস এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর সেক্রেটারি মোঃ খায়রুল হাসান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ হোসেন আলী, সাংগঠিনক সেক্রেটারি আফজাল হোসাইন, জামায়াত নেতা এখলাসউদ্দীন, মোশাররফ হোসাইন, আ স ম মামূন, আশরাফ আলী কাজল, জিয়াউর রহমান, গোলাম মোস্তফা, ছাত্রশিবির মহানগর সভাপতি ইমতিয়াজ আহমদ, শিবির নেত মিজানুর রহমান, অলিউল্লাহ প্রমুখ।
মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন করে বাসন সড়ক এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মহানগর জামায়াতের আমীর ইবনে ফয়েজর বলেন, মায়ানমারে আজ ইতিহাসের জঘন্যতম গণহত্যা চলছে। এমনকি নারী ও শিশুরা পর্যন্ত নির্যাতন থেকে রেহাই পাচ্ছেনা। জীবন্ত মানুষকে জলন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, নিজেদের ঘর-বাড়ি থেকে বিতাড়িত করা হচ্ছে। এমন নৃশংস হত্যাযজ্ঞ বন্ধে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে তিনি বিশ্বসম্প্রদাযায়ের কাছে আহবান জানান। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ সরকারকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রতিবাদ জানাতে এবং সীমান্তে আশ্রয় গ্রহণের জন্য আসা অসহায় মানুষগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানান।এছাড়া একই দাবীতে জেলার কালিয়াকৈর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।