পাইকগাছা পৌরসভার শহর রক্ষা বাঁধ ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় দূর্গন্ধে অতিষ্ট পৌরবাসী

ক্রাইমবার্তা রিপোট:জি,এ, গফুর, পাইকগাছা (খুলনা) ॥
পাইকগাছা আলোকিত পৌরসভা নামে খ্যাত এ পৌরসভাটি চলছে যত্রতভাবে। পৌর সদরের শহর রক্ষা বাঁধ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ময়লা আর্বজনা ফেলার নির্দিষ্ট জায়গার (ডাস্টবিন) অভাবে দুর্গন্ধে পৌরবাসী অতিষ্ট। দেখার কেউ নেই, কর্তৃপক্ষ নিরব। স্বচ্ছ পৌরসভার দাবী। 20
জানা যায়, খুলনা জেলা হতে ৬৬ কিলোমিটার দক্ষিণে পাইকগাছা পৌরসভা দীর্ঘদিন ধরে অত্র এলাকার লাখও জনতা পাইকগাছাকে সুন্দরবন জেলার দাবীতে আন্দোলন করে আসছে। যার ফল শ্রুতিতে ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারী স্থানীয় সাংসদ এ্যাড. শেখ মোঃ নুরুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় পাইকগাছাকে পৌরসভা ঘোষণা করে । কিন্তু দুঃখের বিষয় সময় উতরীয়ে প্রায় ২০ বৎসর পার হলেও এখনও পর্যন্ত পৌরসভার (গাইডওয়াল) শহর রক্ষা বাঁধ নির্মাণ হয়নি। অথচ, পৌরসভার তিন পাশেই রয়েছে শিবসা নদীও কপোতাক্ষ নদ। প্রতিনিয়ত উপচে পড়া জোয়ারের পানি শহরে প্রবেশ করে অলিগলি তলিয়ে যায়। পৌর নির্বাচনের পূর্বে প্রার্থীরা শহর রক্ষা বাঁধের প্রতিশ্রুতি দিলেও  তা বাস্তবায়ন করতে পারেনি। আবার পৌর সদরের পাশে ময়লা আর্বজনা নষ্ট করার ডাম্পিং না থাকায় পৌর সদরের বাজার সংলগ্ন নদীর পার্শ্বে ময়লা আবর্জনা ফেলার কারণে দূর্গন্ধে বাজারের ব্যবসায়ী সহ সকলের চলাফেরা কষ্ট হয়ে পড়ে। এক পর্যায় সকলকে নাকে রুমাল দিয়ে চলাফেরা করতে হয়। এমনকি ব্যবসায়ীরাও নাকে রুমাল বেঁধে দোকানে বসে। সুইপারদের ময়লা ফেলার সুযোগে নদীর পার্শ্বে গরু ছাগল হাঁস মুরগী জবাই করে তার মলমুত্র ফেলে। এযেন দুর্গন্ধের নরকে পরিনত হয়েছে। এছাড়া অপরিকল্পিতভাবে ড্রেনেজ তৈরি করার কারণে বাজার থাকে সব সময় অপরিচ্ছন্ন। মাংস মার্কেট, কাঁকড়া ডিপো মার্কেট, স্বর্ণপটিতে জোয়ারের সময় ড্রেন দিয়ে নদীর পানি উঠে তলিয়ে যায়। অনেক ড্রেনেনের পাট না থাকায় নদী হতে ময়লা আর্বজনা বাজারে প্রবেশ করে। তখন বাজারের রাস্তায় জনগণের চলাচল বন্ধ হয়ে যায়। সব কিছুই মিলে পৌর সদর চলছে হ-য-ব-র-ল ভাবে। পৌর কর্তৃপক্ষ নিরব। উপরোক্ত সমস্যাগুলি নিরসনের জন্য পৌরবাসী মেয়র মহোদয়ের নিকট জোর দাবী জানিয়েছেন।

পাইকগাছায় ভিখারীমুক্ত ও বাল্যবিবাহ রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় গদাইপুর ইউপির ৩নং ওয়ার্ডের মঠবাটীতে সুশীলন শরীক প্রকল্প ও ব্র্যাকের উদ্দোগে ভিখারীমুক্ত, বাল্যবিবাহ রোধ, স্বাস্থ্য সম্মত পায়খানা নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ৩নং ওয়ার্ড কার্যালয়ে ইউপি সদস্য জগন্নাথ দেবনাথের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গদাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জোনায়েদুর রহমান, এ সময় উপস্থিত ছিলেন, সুশীলন শরীক প্রকল্পের আরআরএফ সমৃদ্ধ প্রকল্পের প্রতিনিধি শাকিল আহম্মেদ, ব্র্যাকের রহিমা বেগম, কল্লোল মল্লিক, আলাউদ্দীণ সরদার, রেজাউল ইসলাম, এ্যাড সুকুমার দেবনাথ, সঞ্জয় সরকার, সালমা খাতুন, তসলিমা বেগম, আকবর আলী, বাজার সমিতির সদস্য প্রার্থী বিল্লাল বিশ্বাস ও ইউপি সদস্য জবেদ আলী গাজী। সভা শেষে নীলকোমল মন্ডল, সীমা রানী, খাদেজা বিবি, বিভাস সরকার ও প্রান্তি সরকারকে ৫০০/= টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

Please follow and like us:

Check Also

তালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াত

সাতক্ষীরার তালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।