মায়ের আবেদনে ছেলের কারাদণ্ড

ক্রাইমবার্তা রিপোট:এক মায়ের আবেদনের প্রেক্ষিতে শায়েস্তাগঞ্জ পৌরসভার উত্তর উবাহাটা গ্রামের শাহিদুল হক (৩৭) নামে এক মাদকাসক্ত ছেলের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত শাহিদুল হক মৃত আব্দুল হামিদের ছেলে।

21
জানা যায়, উত্তর উবাহাটা গ্রামের ৭০ বছর বয়সী রাজিয়া খাতুন তার ছেলে মাদকসেবী শাহিদুলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জেলা প্রশাসক সাবিনা আলমকে বিষয়টি অবহিত করেন।

মায়ের অভিযোগের প্রেক্ষিতে ডিসি সাবিনা আলমের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এমরান হোসেনের সার্বিক তত্ত্বাবধায়নে বুধবার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ পুরানবাজার এলাকা থেকে শাহিদুলকে আটক করে।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মো. মারুফ হাসানের কাছে অপরাধ স্বীকার করেন শাহিদুল হক।

তিনি গাঁজা সেবন করে প্রায় বৃদ্ধা মাকে টাকার জন্য মারপিট করতেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।

Check Also

সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে ৩২জন গ্রেপ্তার

জেলা পুলিশের অভিযানে ৩২জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০এপ্রিল রাতে পাঠানো জেলা পুলিশের নিয়মিত প্রেসবিজ্ঞপ্তি থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।