সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক-সুন্দরবনে ৫ ভারতীয় জেলে আটক

ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরায় ৫০ পিস ইয়াবাসহ মাহমুদ সরদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের টার্মিনাল এলাকার শাহজালাল ক্লিনিক থেকে তাকে আটক করা হয়।আটক মাহমুদ সরদার শহরের ইটাগাছা গ্রামের সিরাজুল সরদারের ছেলে।সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক আলী আহম্মেদ হাসেমী  জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল ক্লিনিকে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাহমুদকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহমুদ জানান, ইয়াবাগুলো অন্য এক ব্যক্তির কাছে হস্তান্তরের জন্য তিনি শাহজালাল ক্লিনিকে গিয়েছিলেন।21

সুন্দরবনের বাংলাদেশ জলসীমায় মাছ শিকারের অভিযোগে পাঁচ ভারতীয় জেলেকে আটক করেছে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা।

 

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হলদেবুনিয়া অভয়ারণ্য এলাকা থেকে মাছ ধরা ট্রলারসহ তাদের আটক করা হয়।

আটক ভারতীয় জেলেরা হলেন- ভারতের দক্ষিণ ২৪ পরগণা জেলার মুড়াখালী গ্রামের মৃত জিল্লুর সরদারের ছেলে হোসেন সরদার, একই গ্রামের কামাল সরদারের ছেলে এবাদুল্লাহ সরদার, জামাল সরদারের ছেলে খায়রুল সরদার, হারা সরদার ও নাতি কারিমুল্যা সরদার।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাকসুদুল আলম জানান, দুপুরে বাংলাদেশের জলসীমায় টহল দেওয়ার সময় একটি মাছ ধরার ট্রলারসহ পাঁচ ভারতীয় জেলেকে আটক করা হয়।

পরে ওই জেলেদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে  (বিএসএফ) হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

Check Also

সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন  

সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।