ঝালকাঠিতে পুলিশের হাতে যাতে কোন ব্যক্তি হয়রানির স্বীকার না হয় জিরো ট্রলারেঞ্জ আমি সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিবো ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান

ক্রাইমবার্তা রিপোট: মো:নজরুল ইসলাম,ঝালকাঠি::বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান বলেছেন, আমরা যাদের সেবা করার জন্য নিয়োজিত, যাদের ট্যাক্সের পয়সায় আমরা বেতন নেই তাদের সাথে কথা না বলে আমরা ষ্টান্ডানিং পয়েন্ট নির্ধারন করতে পারি না। এই কারনেই আমার এই মতবিনিময় সভা। সভার মতামত নিয়ে যদি কাজ করা যায়, পরিকল্পনা করা যায়। তাহলে আমি মনে করি সমাজের কোন অংশের মানুষ অবহেলিত হবে না অপরাধীরাও পার পাবে না । ঝালকাঠি জেলা পুলিশ 26কিন্তু  এই জেলায় বসবাসরত সকল নাগরিককে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত। তাকে সবাইকে নিরাপত্তা দিতে হবে। নিরাপদ রাখতে হবে। ঝালকাঠি পুলিশের হাতে যাতে কোন ব্যক্তি হয়রানির স্বীকার না হয়। এ ক্ষেত্রে আমি কিন্তু জিরো ট্রলারেঞ্জ। আমি সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিবো।সকাল সাড়ে ১১ টায়  ঝালকাঠি পুলিশ লাইনে সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। গত ২২ নভেম্বর বরিশাল রেঞ্জে যোগদানের পর আজ প্রথম তিনি ঝালকাঠি সুশীল সামাজের সাথে এই মতবিনিময় করেন। সভায় সভাপতিত্ব করেন-ঝালকাঠি পুলিশ সুপার মো: জোয়াবেদুর রহমান। সভায় ঝালকাঠি জেলার ৪টি উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচলনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মাদ আব্দুর রকিব।

Check Also

আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।