বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময়কালে এমপি রবি সকল দ্বিধা দন্দ ভূলে দল ও জেলার উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে

ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন : সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জেলার মানুষ শান্তি প্রিয়। কোনভাবে শান্তি বিনষ্ট করতে দেওয়া হবেনা। চক্রান্তকারিরা থেমে নেই। কোন অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, সকল দ্বিধা দন্দ ভূলে দল ও জেলার উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বাঙালী জাতির ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। দেশের সার্বিক উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। রোববার সকালে তার নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময়কালে এ সব কথা বলেন। এ সময় সদরের ১৪টি ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ক্যাপশন : বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময়কালে বক্তব্য রাখছেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি।24

জেলা ক্রীড়া সংস্থা’র নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত
ফিরোজ হোসেন : সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা’র নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থা’র নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় আলোচ্য সূচির মধ্যে ছিল নব-নির্বাচিত কমিটির সাথে পরিচয়, আন্তঃ জেলা ভলিবল ও যুব ভলিবলে অংশগ্রহন এবং ভেন্যু প্রসঙ্গে ও বিবিধ। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, আশরাফুজ্জামান আশু, মো. মুজিবুর রহমান, বদরুল ইসলাম খান (বদু), কবীর উদ্দীন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ন সম্পাদক তৈয়ব হাসান বাবু, শেখ আব্দুল কাদের, কোষাধ্যক্ষ মো. শাহ্ আলম শানু, নির্বাহী সদস্য আ.ম আক্তারুজ্জামান মুকুল, মির্জা মনিরুল ইসলাম কাকন, ইকবাল কবির খান বাপ্পি, মো. আব্দুল মান্নান, মো. ইদ্রিস আলী, মো. আলতাফ হোসেন, মো. রুহুল আমিন, মো. হাফিজুর রহমান বিটু, সৈয়দ হায়দার আলী তোতা, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মো. কবিরুজ্জামান রুবেল, শেখ রফিকুর রহমান লাল্টু, কাজী কামরুজ্জামান, সৈয়দ জয়নুল আবেদীন জসি, ফারহা দিবা খান সাথি প্রমুখ।

Check Also

আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।