ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিরা পারভীন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন মোল্যা, জাতীয় মহিলা পরিষদের সভানেত্রী মমতাজুন্নাহার ঝর্ণা প্রমুখ। এ ছাড়া সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, সদর উপজেলা মাসিক রাজস্ব সভা, সদর উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, সদর উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা ও সদর উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইয়ারব হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার মো. আমজাদ হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন, সদর উপজেলা সমাজ সেবা অফিসার মো. রোকনুজ্জামান, বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অছলে, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, বল্লী ইউপি চেয়াম্যান মো. বজলুর রহমান, আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, শিবপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মজিদ, ব্রক্ষ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, আলিপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বাঁশদহা ইউপি চেয়ারম্যান এস.এম মোশাররফ হোসেন, কুশখালি ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, লাবসা ইউপি সচিব মো. আব্দুর রাজ্জাকসহ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
ক্যাপশন : সাতক্ষীরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় বক্তব্য রাখছেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৬ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা
ফিরোজ হোসেন : আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৬ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এম. মতিউর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি শেখ আব্দুল ওয়াদুদ, মুরশিদা আকতার, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ, সদস্য মো. আনিছুর রহমান, মোজাম্মেল হোসেন, তহমিনা ইসলাম, আব্দুল মাজেদ, আব্দুর রব ওয়ার্ছী, গোলাম রব্বানী, আব্দুর রহমান প্রমুখ।
দিবসটি উপলক্ষে আগামী ৯ ডিসেম্বর মানববন্ধন, আলোচনা সভা ও ডকুমেন্টারী ফ্লিম প্রদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ।