রাজাপুরের ইয়াবা বিক্রি, সেবনকারী ও নারী লোভী আরিফ হোসেনের নির্যাতনের শিকার স্ত্রী মাহিনুর

রাজাপুর (ঝালকাঠী) প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার জগাইরয়াট গ্রামের
আব্দুল আউয়াল চুন্নু মাতুব্বরের ছেলে ইয়াবা ব্যবসায়ী পেশাদার নারী লোভী
আরিফ হোসেনের নির্যাতনের শিকার তার স্ত্রী মাহিনুর বেগম । 13দীর্ঘ ৪ বছর
ভালবাসার সম্পর্ক তৈরি করে গত জুলাই/২০১৬ ইং তারিখে বাগেরহাটে কাজির
অফিসের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । বিগত ৪ মাস ধরেই মাহিনুর যখন
যানতে পারে তার স্বামী পেশাধারী মাদক (ইয়াবা) ব্যবসায়ী তখনই তিনি তার
স্বামীর সাথে জগড়া বিবাদ করে মাদক ব্যবসা ও সেবন বন্ধ করতে চেস্ট্রা
চালান । এমনকি বিভিন্ন সময়ে এলাকার গন্যমান্য, সমাজ সেবক সহ আইন শৃঙ্খলা
বাহিনীর কাছেও তার স্বামীর অবৈধ মাদক ব্যবসা সম্পর্কে অবহিত করেন ।
কিন্তু তাকে অদ্য পর্যন্ত ঐ পথ পরিহার করাতে পারেননি । বুধবার সকাল ১০
ঘটিকায় তার স্বামী বাসাবাড়িতে বসে ইয়াবা সেবন করিলে এবং বিভিন্নস্থান
থেকে তার ক্রেতাগন বাড়িতে আসিলে স্বামী ও স্ত্রীর সহিত জগড়া বিবাদ ঘটে ।
একপর্যায় ঘাতক স্বামী তার স্ত্রীকে দাঁড়ালো দায়ের উলটা পাশ দিয়া আঘাত
করিলে মাহিনুরের মাথা ফেটে রক্তে জর্জারিত হয়ে পড়ে । পরক্ষনে হুশ হলে
মাহিনুর তার পিত্রালয়ে আসলে স্থানীয় লোকজন মাহিনুরকে রাজাপুর হাসপাতালে
ভর্তি করে চিকিৎসাধীনবস্থায় আছেন । হাসপাতালের বেডে মাহিনুর আকুতির সহিত
জানান আমার স্বামী পরকীয়া নারী লোভী এবং ইয়াবা এজেন্ট ব্যবসায়ী তাই
আপনাদের প্রতি আমার আকুল আবেদন এই আরিফের হাত থেকে আমি ও আমার পরিবারকে
বাঁচান। এই ইয়াবা এজেন্ট ব্যবসায়ী আরিফ হোসেনের বিরুদ্ধে ২নং শুক্তাগড়
ইউনিয়ন পরিষদে ২০১৩/১৪ সালে আইন শৃংখলার  সভার মাধ্যমে রেজুলেশন করে
আইনের ব্যবস্থা গ্রহনের জন্য জানানো হলে কোনো প্রতিকার ঘটেনি ।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।