রাজাপুর (ঝালকাঠী) প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার জগাইরয়াট গ্রামের
আব্দুল আউয়াল চুন্নু মাতুব্বরের ছেলে ইয়াবা ব্যবসায়ী পেশাদার নারী লোভী
আরিফ হোসেনের নির্যাতনের শিকার তার স্ত্রী মাহিনুর বেগম । দীর্ঘ ৪ বছর
ভালবাসার সম্পর্ক তৈরি করে গত জুলাই/২০১৬ ইং তারিখে বাগেরহাটে কাজির
অফিসের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । বিগত ৪ মাস ধরেই মাহিনুর যখন
যানতে পারে তার স্বামী পেশাধারী মাদক (ইয়াবা) ব্যবসায়ী তখনই তিনি তার
স্বামীর সাথে জগড়া বিবাদ করে মাদক ব্যবসা ও সেবন বন্ধ করতে চেস্ট্রা
চালান । এমনকি বিভিন্ন সময়ে এলাকার গন্যমান্য, সমাজ সেবক সহ আইন শৃঙ্খলা
বাহিনীর কাছেও তার স্বামীর অবৈধ মাদক ব্যবসা সম্পর্কে অবহিত করেন ।
কিন্তু তাকে অদ্য পর্যন্ত ঐ পথ পরিহার করাতে পারেননি । বুধবার সকাল ১০
ঘটিকায় তার স্বামী বাসাবাড়িতে বসে ইয়াবা সেবন করিলে এবং বিভিন্নস্থান
থেকে তার ক্রেতাগন বাড়িতে আসিলে স্বামী ও স্ত্রীর সহিত জগড়া বিবাদ ঘটে ।
একপর্যায় ঘাতক স্বামী তার স্ত্রীকে দাঁড়ালো দায়ের উলটা পাশ দিয়া আঘাত
করিলে মাহিনুরের মাথা ফেটে রক্তে জর্জারিত হয়ে পড়ে । পরক্ষনে হুশ হলে
মাহিনুর তার পিত্রালয়ে আসলে স্থানীয় লোকজন মাহিনুরকে রাজাপুর হাসপাতালে
ভর্তি করে চিকিৎসাধীনবস্থায় আছেন । হাসপাতালের বেডে মাহিনুর আকুতির সহিত
জানান আমার স্বামী পরকীয়া নারী লোভী এবং ইয়াবা এজেন্ট ব্যবসায়ী তাই
আপনাদের প্রতি আমার আকুল আবেদন এই আরিফের হাত থেকে আমি ও আমার পরিবারকে
বাঁচান। এই ইয়াবা এজেন্ট ব্যবসায়ী আরিফ হোসেনের বিরুদ্ধে ২নং শুক্তাগড়
ইউনিয়ন পরিষদে ২০১৩/১৪ সালে আইন শৃংখলার সভার মাধ্যমে রেজুলেশন করে
আইনের ব্যবস্থা গ্রহনের জন্য জানানো হলে কোনো প্রতিকার ঘটেনি ।
Check Also
সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …